এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ অক্টোবর : ফের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এরাজ্যে । এবারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের মিমাংসায় যেতে অস্বীকার করায় এক মহিলাকে বেদম মারধরের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৈখালি এলাকায় । মহিলাকে কাঠে করে বেদম পেটানোর পাশাপাশি কেটে টুকরো টুকরো করার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ । আক্রান্ত মহিলার বক্তব্যের একটা ভিডিও ফুটেজ এক্স-এ শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই মহিলাকে বলছে শোনা গেছে, ‘একটা ঝগড়া হয়েছিল…আমাদের ডেকেছিল৷ তৃণমূলের পার্টি অফিসে আমাদের ৬ জনকে ডেকেছিল আর ওদের বাদবাকি লোক ৷ আনরা বলেছিলাম পার্টি অফিসে মিমাংসা হলে যাব না…ভয় পাচ্ছি । এজন্য প্রধান দিলীপ নস্কর পর্যন্ত আদের গালাগালি দিয়েছে । কালকে ওই ঘটনাটা বলতে গেছি বলে বাড়ি থেকে বের করে দিয়েছে । আজকে ওরা তেড়েমেরে এসে চুলের মুঠি ধরে আমাকে টেনে নিয়ে গেছে । আর কাঠের চেলার বাড়ি মেরেছে । আর বলেছে ঐ পাড় দিয়ে গেলে তোকে চেলা করে দেবো । বলেছে কেটে কুচিয়ে দেবো ৷ অন্তত ১৫-২০ জন মিলে আমাকে মারতে এসেছিল । ছেলে-মেয়ে সবাই মেরেছে আমাকে । যারা আমায় মেরেছে তারা সবাই তৃণমূল করে । আর আমরাও তৃণমূল করি কিন্তু ওরা মনে করেছে যে আমরা বিজেপি করি । আমার বক্তব্য ছিল যে ঝগড়াটা যখন গ্রামে হয়েছে এবং কোন পার্টিগত বিষয় নয়, তাহলে মীমাংসা গ্রামেই হোক । আমি এটাই চেয়েছিলাম,আর আমার এটাই অপরাধ । এত মেরেছে যে আমি এক ঘন্টা অজ্ঞান হয়েছিলাম ।’ আক্রান্ত মহিলা আরো বলেন,’ওদের মধ্যে পাড়ার একজন সিভিক আছে যার ঠেকানোর দায়িত্ব…সে পর্যন্ত এসে আমায় মেরেছে…ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম বিকাশ দলুই ।’ মহিলা জানান যে তার বাড়ি কৈখালীতে।
ঘটনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘হিরক রাণীর রাজত্বে নারী নির্যাতনে এগিয়ে বাংলা, আর কম বেতন বেশী ক্ষমতার ফলে নিত্য নতুন সিভিক ঝামেলা…। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ও আরজি করের নৃশংস ঘটনায় সঞ্জয় রায়ের কারাবাসের পরেও সিভিক দৌরাত্ম্যে খামতি নেই ! এবার ঘটনা দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানা এলাকার কৈখালি তে। তৃণমূলের পার্টি অফিসে ‘বিচারে’ বসতে না চাওয়ার জন্য প্রধান দিলীপ নস্কর সহ ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী মিলে এই মহিলাকে মারধর সহ শারীরিক নির্যাতন করে। ঠ্যাঙানোর দায়িত্বে ছিল বিকাশ দলুই নামক এক সিভিক ভলান্টিয়ার। কিছু তৃণমূলের পার্টি ক্যাডার সিভিকের কাজ পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। যদিও সবাই সমান নয়, অনেক সিভিক ভলান্টিয়ার দায়িত্ব পালন করে ভালো করে, কিন্তু বিকাশ দলুই-দের মত কিছু দুষ্ট চরিত্রের জন্য বাকিরা বদনামের ভাগীদার হয়।’ ভিডিওর একবারে ওপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,’ডায়মন্ড হারবার মডেল’ ।।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।