এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৯ অক্টোবর : ইসলামিক কট্টরপন্থী জাকির নায়েককে পাকিস্তান সফরের সময় কুখ্যাত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই- তৈয়বার সন্ত্রাসীরা স্বাগত জানায়। সোশ্যাল মিডিয়ার বিদেশ বিষয়ক সাংবাদিক সিদ্ধান্ত সিবাল এক্স-এ এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পরে, লোকেরা সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই খবরে অবাক হওয়ার কিছু নেই। দুটোই এক । একজন মতাদর্শ হল সন্ত্রাসবাদী এবং অন্যজন ইতিমধ্যেই সন্ত্রাসবাদী গোষ্ঠী ।
(@SouleFacts) ঘটনার সত্যতার প্রমান স্বরূপ ছবি পোস্ট করে লিখেছেন,’জাকির নায়েকের সমস্ত ইসলামিক সন্ত্রাসীর সাথে দেখা করা ভারতের জন্য বিপদের সতর্কতা।কুখ্যাত ধর্ম প্রচারক ইবতিসাম এলাহি জহিরের সঙ্গে বৈঠক করেছেন জাকির নায়েকের । ইবতিসাম যিনি সর্বদা লস্কর-ই-তৈবার আদর্শকে সমর্থন করেন এবং আব্দুল রহমান মক্কি (এলইটি প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা) এবং সাইফুল্লাহ কাসুরি (এলইটি ডিপিটি চিফ) এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন।’ তিনি আরও লিখেছেন,’সন্ত্রাসী প্রশিক্ষক জাকির নায়েক অক্টোবর-০৩ তারিখে করাচি বিমানবন্দরে অবতরণ করলে তাকে আব্দুল ওয়াহিদ (পিএমএমএল/এলইটি প্রধান) শিক্ষক বিভাগের দ্বারা ব্যক্তিগতভাবে স্বাগত জানানো হয় । ওয়াহিদ শাদাদপুরের ‘ইসলামিক কলেজ’র প্রধান, এই মাদ্রাসাটি এলইটি/ পিএমএল দ্বারা পরিচালিত হয় বলে জানা গেছে। জাকির নায়েকের পাকিস্তানে আসার উদ্দেশ্য কি তা এতেই প্রমাণিত হয়েছে ।’
গত এক মাস ধরে পাকিস্তান সফরে রয়েছেন জাকির নায়েক। গ্রেফতারের ভয়ে ২০১৬ সালে ভারত পালিয়ে যায় ওই জাকির৷ এরপর মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেন । মালয়েশিয়ায় গিয়েও জাকির নায়েক মৌলবাদ ছড়ানো বন্ধ করেন। বড় বড় সভা-সমাবেশ করে সে মানুষকে ধর্মান্তরিত করতে, ইসলাম গ্রহণ করতে এবং জিহাদ করতে উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে ।।