এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ অক্টোবর : বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত । আজ শুক্রবার আদালত বাল্যবিবাহ আইনকে ব্যক্তিগত আইনের ঊর্ধ্বে ঘোষণা করেছে । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের তিন সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে প্রণীত আইনটি যাতে আরো ভালোভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে।
2006 সালের বাল্য বিবাহ আইন :
২০০৬ সালে বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন আনা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বন্ধ করা এবং সমাজ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নিশ্চিহ্ন করা । তবে আজ এই আইনের কিছু ত্রুটিও তুলে ধরে আদালত বলেছে, বাল্যবিবাহকারী অপরাধীদের শাস্তিই শেষ বিকল্প হওয়া উচিত। তার আগে বাল্যবিবাহ রোধ এবং নাবালকদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দিতে হবে কর্তৃপক্ষের। আদালত আরও বলেছে, বাল্যবিবাহ প্রতিরোধের কৌশল বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী তৈরি করতে হবে। এই আইন তখনই সফল হবে যখন বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয় গড়ে উঠবে। এমনকিদেশের সর্বোচ্চ আদালত বলেছে, ব্যক্তিগত আইনের আশ্রয় নিয়ে বাল্যবিবাহ বন্ধে প্রণীত আইনকে কোনো ভাবেই দুর্বল করা যাবে না। এই কারণে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলেও মন্তব্য করে বেঞ্চ ।।