এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট(দক্ষিণ দিনাজপুর) ,১৮ অক্টোবর : বুধবার রাতে নিজের ঘরে ঘুমচ্ছিলেন বছর বাইশের তরুনী । হঠাৎ তিনি ঘর থেকে উধাও হয়ে যান । আজ শুক্রবার সকালে বাড়ির কিছুটা দূরে ফাঁকা মাঠের একটা পুকুরের জলে ভাসতে দেখা গেল ওই তরুনীর দেহ । এক তরুনীর চাঞ্চল্যকর এই রহস্যমৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া এলাকায় । পুলিশ তুলি বর্মন(২২) নামে ওই তরুনীর পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ।
জানা গেছে,বুধবার রাতে মায়ের পাশে শুয়ে ঘুমচ্ছিলেন তুলি বর্মন । অনেকটা রাতের দিকে তুলির মায়ের ঘুম ভেঙে গেলে দেখেন মেয়ে পাশে নেই । এরপর রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । পরের দিনও খোঁজাখুঁজি চলে । কিন্তু তরুনীর কোনো সন্ধান পাওয়া যায়নি । আজ থানায় নিখোঁজ ডাইরি করার কথা ছিল পরিবারের৷ কিন্তু সকালেই স্থানীয় বাসিন্দারা চাষের কাজে মাঠে গেলে ভাটপাড়া চকঘটক জল ট্যাঙ্কি সংলগ্ন পুকুরে ওই তরুনীর মৃতদেহ ভাসতে দেখে ।
এদিকে তরুনীর মৃত্যু নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । তবে পরিবার সূত্রে খবর, তরুনী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মৃগী রোগও ছিল । সেই রোগের প্রকোপেই তরুনী রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে কোনো ভাবে পুকুরের জলে পড়ে গিয়েছিলেন বলে সন্দেহ । এদিকে তরুনীর দেহে পচন ধরে যাওয়ায় পুলিশের অনুমান যে বুধবার রাতেই তিনি পুকুরের জলে পড়ে যান এবং বর্তমানে পুকুরে টইটুম্বুর জল থাকায় প্রায় দেড় দিনের মাথায় দেহ ভেসে ওঠে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।