এইদিন ওয়েবডেস্ক,লাটাগুড়ি,১২ জুলাই : গভীর জঙ্গলের মধ্য দিয়ে গেছে সড়কপথ । মাঝ রাতে সেই পথ দিয়ে স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে পর্যটকদের একটি গাড়ি । ঘন অন্ধকার চিড়ে গাড়ির হেডলাইটের আলো পড়ছে দুরে রাস্তায় । সেই সময় মাথায় আলুঢালু চুল,হাড় জিরজিরে চেহারা,সাদা থান ও হাতে শাখা পড়া এক মহিলা ধীর পদক্ষেপে রাস্তা পারাপার করছেন । চোখের সামনে সাক্ষাৎ “শাঁখচুন্নি” বা “প্রেত্নী” মনে করে অধিকাংশ পর্যটকের তখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় । কিন্তু তাঁদের মধ্যে এক মহিলা গাড়িটি দাঁড় করিয়ে ছুটে গিয়ে ওই “জ্যান্ত ভূত”কে জাপটে ধরে ফেলেন । তারপর তাঁকে ঘিরে ধরেন বাকি পর্যটকরা । শেষে পর্যটকদের জেরার মুখে পড়ে বেরিয়ে আসে আসল কাহিনী । ভূত বেশী মহিলা জানান তাঁর পিছনে আছে আরও ৮ জন । তখন পর্যটকদের বুঝতে বাকি থাকে না যে, এইভাবে ভূতের ভয় দেখিয়েই পর্যটকদের গাড়ি আটকে ছিনতাই চালায় ওই চক্রটি । রবিবার গভীর রাতে গরুমারা জাতীয় উদ্যানের কাছে লাটাগুড়ির জঙ্গলের এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে ।
জানা গেছে,রবিবার রাতে ডুয়ার্স থেকে গাড়িতে চড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ফিরে যাচ্ছিল পর্যটকদের একটি দল । ওই দলে কয়েকজন মহিলাও ছিলেন । গাড়িটি মহাকাল এলাকায় এলে ওই মহিলাকে রাস্তা পারাপার করতে দেখেন পর্যটকরা । এই দেখে গাড়িটি দাড় করিয়ে পর্যটকরা বাইরে বেরিয়ে আসেন । তাঁদের মধ্যে এক মহিলা পর্যটক ছুটে গিয়ে ভুতবেশী ওই মহিলাকে জাপটে ধরে ফেলেন । শুরু হয় জিজ্ঞাসাবাদ ।
স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে সুমনা সরকার নামে এক পর্যটক জানান, ছোটোবেলা থেকে তিনি শুনে এসেছেন লাটাগুড়ি জঙ্গলে নাকি ভূত দেখা যায় । আর এই ভুতের ভয়ের আড়ালে চলে ছিনতাই । সম্প্রতি নতুন করে ফের এই চক্র সক্রিয় হয়ে উঠেছে । তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত পুলিশের ।
জানা গেছে,পর্যটকরা যখন ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল সেই সময় আরও কিছু লোকজন জড়ো হয়ে যায় । সবাই মিলে চেপে ধরলে তখন ওই মহিলা জানান, তাঁর পিছনে আরও ৮ জন আছে । এরপর সকলে মিলে বাকিদের সন্ধানে আশপাশ অনেক খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু আর কারোর হদিশ পাওয়া যায়নি ।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ক্রান্তি থানার পুলিশ । পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইবাজ দলটির সন্ধান চালানো হচ্ছে ।।