এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ অক্টোবর : রবিবার রাতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় মুর্শিদাবাদে ভাগিরথীতে তলিয়ে গিয়েছিল ৩১ বছরের এক যুবক । তারপর যুবকের দেহটি ভাসতে ভাসতে কাটোয়ায় চলে আসে । আজ বুধবার কাটোয়ায় ভাগীরথী নদীর দেবরাজঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি জায়গা থেকে পাপাই ঘোষ নামে ওই যুবকের দেহ উদ্ধার হয় । পরিবারের লোকজন যুবকের দেহ সন্তাক্ত করেন । পরে কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
জানা গেছে,মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার রামনগর গ্রামে বাড়ি পাপাই ঘোষের । পেশায় দুধ ও ছানার কারবারি পাপাইবাবুর বাড়িতে রয়েছে স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যাসন্তান । রবিবার রাতে পাড়ার প্রতিমার নিরঞ্জন ছিল । মুর্শিদাবাদ জেলার রামনগরে ভাগীরথী নদীতে প্রতিমা নিরঞ্জন করতে এসেছিলেন পাপাইবাবুরা । সেই সময় তিনি নদীর স্রোতের টানে তলিয়ে যান ৷ অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় থানায় একটা নিখোঁজ ডাইরি করেন পরিবারের লোকজন ৷
জানা গেছে,পুলিশ ও পরিবারের লোকজন মিলে আশপাশের এলাকায় নদীতে তল্লাশি চালাচ্ছিলেন । যুবকের দেহ ভাসতে ভাসতে কাটোয়ার দিকে আসতে পারে এই অনুমান করেই নিখোঁজ যুবকের কয়েকজন আত্মীয় আজ সকালে কাটোয়াতে চলে আসেন। তারা তল্লাশি চালানোর সময় কাটোয়ায় ভাগীরথী নদীর দেবরাজঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি জায়গায় দেহটি ভাসতে দেখেন৷ পরিবারের লোকজন দেহটি সনাক্ত করেন । পরে পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ উৎসবের আবহে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । এদিকে শিশুসন্তানকে নিয়ে কার্যত অসহায় পড়েছেন মৃতের স্ত্রী ।।