এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,১৬ অক্টোবর : উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে একটা চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে । এলাকার একটি আবাসনের বাসিন্দা এক পরিবারের এক পরিচারিকার বিরুদ্ধে নিজের প্রস্রাব দিয়ে আটা মেখে রুটি বানিয়ে মালিকের পরিবারের সদস্যদের খাওয়ানোর অভিযোগ উঠেছে ৷ এক আধ দিন নয়, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে পরিচারিকার প্রস্রাব দিয়ে তৈরি রুটি খেয়ে গেছে পরিবারটি । এই ঘটনায় ওই পরিচারিকার বিরুদ্ধে গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে । সন্দেহ হওয়ায় গত ১৪ অক্টোবর পরিবারের গৃহকর্ত্রী রান্না ঘরে আড়ালে একটা মোবাইলের ভিডিও রেকর্ডিং অন করে রেখে দেন । আর তাতেই পরিচারিকার কুকীর্তি প্রকাশ্যে আসে ।
সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দেখা গেছে ওই পরিচারিকা হাতে একটা বাসন নিয়ে রান্না ঘরে রাখা রেফ্রিজারেটরের আড়ালে গিয়ে নিজের কামিজ খুলে প্রস্রাব ভরে রাখেন এবং সে সংগৃহীত প্রস্রাব নিয়ে ফের রান্নার গ্যাসের কাছে ফিরে আসেন৷ তারপর রীনা নামে ওই পরিচারিকা সেই প্রস্রাব দিয়ে আটা ভিজিয়ে রুটি তৈরি করছেন। এই ঘটনা দেখে পরিবারের লোকজন ঘেন্নায় কার্যত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে । থানায় এফআইআর-এ গৃহকত্রী বলেছেন যে তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য কিছু দিন ধরে খারাপ হচ্ছিল, বিশেষত তাদের লিভার সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছিল । রীনার এই ধরনের আচরণ বহুদিন ধরে চলে আসছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ওই মহিলা । যেটা তিনি এখন জানতে পেয়েছেন। তিনি জানান, বিগত ৮ বছর ধরে তার বাড়িতে পরিচারিকার কাজ করছে রীনা । আর দীর্ঘ ৮ বছর ধরেই সে নিজের প্রস্রাব দিয়ে আটা মেখে রুটি বানিয়ে তাদের খাওয়াচ্ছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারিনী ।
এই অভিযোগ একটি পরিবারের স্বাস্থ্যের জন্য উদ্বেগের পাশাপাশি পরিচারিকাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় স্টেশন আধিকারিক বলেছেন যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, তারা সব প্রাসঙ্গিক দিক বিবেচনা করে বিষয়টি তদন্ত করবে।।