এইদিন ওয়েবডেস্ক,দিল্লি,১২ জুলাই : ব্যাবসায়ীর অশ্লীল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় ভয় দেখিয়ে ১ কোটি টাকা দাবি করেছিল একটি চক্র । শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারসহ ৩ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে টিন্ডারের মাধ্যমে ব্যবসায়ীকে প্রলুব্ধ করেছিল । তারপর তারা গোপনে ওই ব্যবসায়ীর অশ্লীল ভিডিও তৈরি করে । শুরু হয় ব্লাকমেলিং ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজকিশোর সিং(৩১), আরিয়ান দিক্ষিত(২৪) ও পায়েল(২৯) । রাজকিশোর এই চক্রের পান্ডা । অন্যদিকে আরিয়ানের বাড়ি দিল্লির নয়ডায় । এমবিএ স্নাতক ওই যুবক অনলাইন পোশাকের ব্যবসা করেন । তাঁর বান্ধবী পায়েল সফটওয়্যার ইঞ্জিনিয়ার । লক ডাউনের সময় তাঁর চাকরি চলে যায় ।
পুলিশ সুত্রে খবর,ইতিপূর্বে পুলিশের খাতায় নাম তুলে ফেলেছে রাজকিশোর সিং । ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল । তখন পুলিশ তাকে কনট প্লেস থেকে গ্রেফতার করে । যদিও পরে সে জামিনে ছাড়া পায় । বিলাসবহুল জীবনে অভ্যস্ত রাজকিশোর প্রতিদিনের খরচ জোটাতে গুড়গাঁও-এ একটা স্পা খুলেছিলেন । সেখানে তিনি একাধিক মহিলাকে নিয়োগ করেছিলেন । ক্রমে ওই স্পা পতিতাবৃত্তির চক্র হয়ে ওঠে । পরে ওই মহিলারাই বিত্তবান মানুষদের মধুচক্রে ফাঁসাতো । তারপর গোপনে রেকর্ড করা হত অশ্লীল ভিডিও ।
ডিসিপি(ক্রাইম) মনোজ সি জানিয়েছেন,আরিয়ান তাঁর প্রেমিকা পায়েলের মাধ্যমে রাজকিশোরের সঙ্গে দেখা করেছিলেন । দ্রুত অর্থ উপার্জন করাই ছিল আরিয়ানের লক্ষ্য । দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই ব্যবসায়ীকে মধুচক্রের ফাঁসানোর জন্য পায়েলকে প্রস্তাব দেয় রাজ ।
অভিযোগকারী ওই ব্যক্তি কাপড়ের ব্যবসা করেন । সম্প্রতি তিনি থানায় এনিয়ে একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ ছিল, তাকে একটি ফোন কল করে হুমকি দেখানো হয়েছে, যদি তিনি ১ কোটি টাকা না দেন তাহলে তাঁর অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে । অভিযোগ পাওয়ার পরে ফোনের সুত্র ধরে তদন্তে নামে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । তারপর প্রথমে হরিয়ানার গুড়গাঁও থেকে রাজকে গ্রেফতার করা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের কাছ থেকে গোপন ক্যামেরা লাগানো দুটি হ্যান্ডব্যাগ,একটি মেমরি কার্ড,একটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে । এছাড়া যে ল্যাপটপে অভিযোগকারী ব্যক্তির ছবি ও ভিডিও ডাউনলোড করা ছিল সেই ল্যাপটিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।