এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : পশ্চিমবঙ্গে বোমা-বন্দুকের সংস্কৃতি অব্যাহত । এবারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার করজগ্রাম অঞ্চলের গোপালপুর গ্রাম থেকে উদ্ধার হল ১০ টি তাজা বোমা। জানা গেছে,আজ মঙ্গলবার সকালে জনৈক এক গ্রামবাসী মাঠে শৌচকর্ম সারতে গিয়ে গোপালপুর গ্রামের বেজপুকুর পাড়ে একটি বাঁশতলায় পলিথিন ব্যাগের মধ্যে বেশকিছু বোমা পড়ে থাকতে দেখে । একসঙ্গে অতগুলো বোমা দেখে ভয়ে তার শৌচকর্ম মাথায় ওঠে । সে ছুটে গ্রামে এসে ঘটনার কথা সকলকে জানায় । বেশ কিছু লোকজন বোমার কথা শুনে ওই পুকুর পাড়ে এসে জড়ো হয়।
ইতিমধ্যে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে । পরে বোম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে । পুলিশ জানিয়েছে,কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ওই বাঁশতলায় বোমাগুলি রেখেছিল তা জানার চেষ্টা চলছে । এদিকে একসঙ্গে অতগুলো বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।।