এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৩ অক্টোবর : হাওড়ার শ্যামপুরে একটা দুর্গাপূজো মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ উঠল । কিছু লোকজনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং জলন্ত পূজা মন্ডপের ভিডিও এক্স-এ শেয়ার করে এই খবর জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য ও জেলা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি ভিডিওয়ের সাথে ঘটনার বিবরণে লিখেছেন, ‘আজ শ্যামপুর থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় একদল দুষ্কৃতকারী নির্বিচারে দুর্গাপূজা প্যান্ডেল ভাঙচুর শুরু করে। তারা শ্যামপুর বাজার ব্যাবসায়ী সমিতি পূজা প্যান্ডেলের প্রতিমা পুড়িয়ে দেয় এবং অন্যান্য প্যান্ডেলও ভাংচুর করে। তাদের মধ্যে কেউ কেউ এমনকি বিসর্জন ঘাটে পাথর ছোড়ে । ভাংচুর দমন করুন এবং অনিয়মিত ভাংচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ তিনি লিখেছেন,’বাংলার স্বরাষ্ট্র সচিব, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আপনাকে অবশ্যই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
হাওড়া জেলার ডিএম এবং হাওড়া গ্রামীন এসপি দয়া করে এই জঘন্য সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিন।’ তবে এর বেশি বিস্তারিত ঘটনা জানাননি বিরোধী দলনেতা ।।

