এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ অক্টোবর : বাংলাদেশে নিকাহ অনুষ্ঠানে মাংস দিতে দেরি হওয়ায় তুমুল সংঘর্ষে জড়াল ভোজ খেতে আসা লোকজন । আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে এই আজব ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মাদারীপুরের শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে । সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন ।
ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার সিডি রোড এলাকার ফাতেমাতুজ জোহরার সঙ্গে মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর নিকাহ হয়। আজ শনিবার দুপুরে বরের বাড়িতে আয়োজন হয় বৌভাত অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে। দুপুরে খাবারের সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় চরম রেগে যায় সুরুজ।
এ সময় বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তুমুল বচসা বেধে যায় । তার সঙ্গে থাকা লোকজন সুরুজের পক্ষ নিয়ে তোলপাড় শুরু করে । এরপর দু’পক্ষ অস্ত্রসস্ত্র নিয়ে একে উপরের উপর ঝাঁপিয়ে পড়ে । শুরু হয় তুমুল সংঘর্ষ । বরের লোকজনের ওপর হামলা চালান সুরুজ। ধারাল অস্ত্র দিয়ে একে অপরকে কোপাতে শুরু করে । অস্ত্রের কোপে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ ১০ জন গুরুতর আহত হয় । তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে হেময়াতে ঢালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।।