এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ অক্টোবর : শুক্রবার মহাষ্টমীর পর যখন মহানবমীর পূজার প্রস্তুতি চলছিল সেই সময় বাংলাদেশের রাজধানী শহর ঢাকার তাঁতীবাজারের একটা দুর্গাপূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে হয় । রাত্রি প্রায় ৮:৩০ নাগাদ সন্ত্রাসীরা দেবী প্রতিমাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে । যদিও বোমায় বিস্ফোরণ না হওয়ায় দেবী প্রতিমা ও উপস্থিত শ্রদ্ধালুরা অগ্নিদগ্ধ হওয়া থেকে রক্ষা পেয়ে যায় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু পুলিশ স্থানীয় সন্ত্রাসীদের জিহাদি মানসিকতাকে আড়াল করার উদ্দেশ্যে ঘটনাটি ‘ছিনতাই’য়ের চেষ্টা বলে অবিহিত করেছে বলে অভিযোগ ৷ যদিও পুজো কমিটির দাবি যে এটা সম্পূর্ণ পরিকল্পিত নাশকতার চেষ্টা । ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী বলে তারা দাবি করেছেন ।
শুক্রবার ঢাকার দুর্গাপূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ শনিবার একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে ঘটনার নিন্দা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের “সংখ্যালঘু অধিকার আন্দোলন”৷ বিবৃতিতে বলা হয়েছে, পুরান ঢাকার “তাঁতী বাজার পূজা কমিটির” পূজা মন্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় (ঠিকানা: ১৭, তাঁতী বাজার, ঢাকা-১১০০)। হামলাকারী পালানোর জন্য প্রসন্ন পোদ্দার লেন রাস্তাটি ব্যবহার করে। হামলাকারীকে তাড়া করলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ৫ জনকে জখম করে পালিয়ে যায়। যারা আহত হয়েছেন-জন্টু ধর (বয়স আনুমানিক ৫০),রামদীপ্ত দে (বয়স আনুমানিক ২৬), সাগর ঘোষ (বয়স আনুমানিক ২৮),খোকন ধর (বয়স আনুমানিক ৪৪) এবং রমিজ উদ্দিন (বয়স আনুমানিক ২৮) ।’ আরও বলা হয়েছে,আহত রমিজ উদ্দিন পথচারী ছিলেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা খুবই গুরুতর।”সংখ্যালঘু অধিকার আন্দোলন” এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায়। অতিসত্বর হামলার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য দাবি করা হলো।।