এইদিন ওয়েবডেস্ক,ব্রাজিল,১১ জুলাই : ফাইন্যাল ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১ কাপে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা । ১৯৯৩ সালের পর এই প্রথম কোপা আমেরিকার খেতাব অর্জন করল লিওনেল মেসির দল । আর্জেন্টিনা এই প্রথম কোনও বড় ট্রফি জিতল মেসির নেতৃত্বে ৷ স্বভাবতই মাচ শেষের পর আনন্দে কাঁদতে দেখা গেছে মেসিকে । তিনি মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে নিজের চেহারা ঢেকে ফেলেন । সেই সময় দলের অনান্য সঙ্গীরা তখন মাঠের মধ্যে আনন্দে মশগুল । তাঁরা মেসিকে ওই অবস্থায় দেখে তৎক্ষনাৎ সেখানে ছুটে আসেন । তারপর সকলে মিলে মেসিকে তুলে হাওয়ার মধ্যে ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । পুরষ্কার বিতরণের সময় মেসি চ্যাম্পিয়ন ট্রফিতে চুমু খাওয়ার পর সেটি তুলে উপরের দিকে ছুড়ে দেন । রবিবার ভারতীয় সময় ভোর ৫.৩০ নাগাদ ব্রাজিলের রিও ডে জেনেরিওর মারকানা স্টেডিয়ামে আয়োজিত কোপা আমেরিকা-২০২১ এর ফাইন্যাল ম্যাচ শেষে এমনই চিত্র দেখতে পেল গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ ।
খেলার ২২ মিনিটের মাথায় ফাইন্যালের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া । রোড্রিগো ডি
পল মারিয়া একটি লম্বা পাস দেন অ্যাঞ্জেলকে । বল পায়ে নেওয়ার পর ৩৩ বর্ষীয় এই অভিজ্ঞ স্ট্রাইকার
রায়না লোডির দুর্বল ডিফেন্ডিংয়ের সুবিধা নিয়ে গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে বল সোজা গোলের জালে পাঠিয়ে দেন । পরবর্তী সময়ে ওই গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল ।
তবে মেসির আফসোস থাকবে যে তিনি টুর্নামেন্টের আগের ম্যাচের মতোই ফাইনাল ম্যাচেও সেভাবে পারফর্ম করতে পারেননি । যদিও তিনি টুর্নামেন্টের মধ্যে ৪ গোল করেছেন ও ৫ গোলের পিছনে মূলত তাঁরই ভূমিকা ছিল । ম্যাচের ৮৮ মিনিটের মাথায় গোল করার একটা ভালো সুযোগও পেয়েছিলেন মেসি । কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মেসিকে আটকে দেন ।
সেমিফাইনালে যে দল পেনাল্টি শ্যুট আউটে কলম্বিয়াকে পরাজিত করেছিল সেই দলের প্রথম একাদশে চমকপ্রদ পাঁচটি পরিবর্তন করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওন স্কেলোনী । তিনি গঞ্জলো মন্টিল,ক্রিশ্চিয়ান রোমেরো,মার্কোস একুনা, লিয়ান্ড্রো পেরেডেস ও ডি মারিয়াকে প্রথম একাদশে নাহুয়েল মোলিনা, নিকোলাস টেগলিয়াফিকো, গুইডো রদ্রিগেজ এবং নিকোলাস গঞ্জালেজের পরিবর্তে সুযোগ দিয়েছিলেন । যদিও অন্যদিকে দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ব্রাজিল ।
কোপা আমেরিকা ২০২১ জেতায় স্বস্তিতে আর্জেন্টিনা দল । কারন মেসি যখন ৬ বছরের শিশু তখন তারা কোনও বড় ট্রফি জিতেছিল । তারপর থেকে ধারাবাহিকভাবে টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ জেতায় খরা চলছে । শনিবার রিও ডে জেনেরিওতে জেতার পর এনিয়ে ১৫ বার কোপা আমেরিকা কাপ জিতল আর্জেন্টিনা । অন্যদিকে ব্রাজিল জিতেছে ৯ বার । তবে এবারের টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি মেসির দল ।
মেসি বার্সিলোনার হয়ে খেলে অনেক টুর্নামেন্ট জিতেছেন । কিন্তু কোপা আমেরিকা কাপে তিনি এর আগে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি । ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালে দলকে ফাইন্যাল পর্যন্ত তুলে নিয়ে গেছেন । কিন্তু চুড়ান্ত ম্যাচে তিনি দলকে জেতাতে পারেননি । শেষ পর্যন্ত খরা কাটিয়ে ২২ বছর পর মেসির নেতৃত্ব কোপা আমেরিকার চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করতে সক্ষম হল আর্জেন্টিনা ।।