এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১২ অক্টোবর : আজ শনিবার বিজয়া দশমীর দিন ভোর রাতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন পারিবারিক দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির মুহুর্তের দৃশ্য । সেই ফুটেজে রাত্রি ১২:৪৮ নাগাদ বারমুডা প্যান্ট ও গোলাপি ফুল হাতা শার্ট পরা দুষ্কৃতীকে খালি পায়ে মন্দিরে দেবীর সামনে দেখা গেছে । দুষ্কৃতীর মাথা ও নাকের নিচে পর্যন্ত কাপড় বা গামছা দিয়ে ঢাকা ছিল । চোরকে তার বাম পা দেবীর পায়ের কাছে রেখে একে একে দুর্গা,লক্ষ্মী,সরস্বতী, গনেশসহ দেবদেবীর মুর্তির যাবতীয় গহনা খুলে পকেটস্থ করতে দেখা যায় । মন্দিরের পুরোহিতের দাবি যে প্রায় ৪০০ ভরি রুপো ও ১৫-২০ ভরির সোনার গহনা চুরি হয়ে গেছে ।
চুরির মুহুর্তের ভিডিও ফুটেজ দেখুন 👇
জানা গেছে, কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের পারিবারিক দেবীদুর্গা পূজো প্রায় ৩৫০ বছরের প্রাচীন । তৎকালীন বর্ধমানের রাজা চট্টোপাধ্যায় পরিবারের দেবীদুর্গার মন্দির নির্মান ও পূজা পরিচালনার জন্য বেশ কিছু জমি দান করে যান । এযাবৎ জমিতে চাষবাসের উপার্জন থেকে দেবীর বাৎসরিক পূজো ও নিত্যসেবার খরচ পরিচালনা করা হয়ে আসছে । দেবীর পূজা পরিচালনার জন্য পরিবারের সদস্যদের নিয়ে একটি ট্রাস্টি গঠন করা হয়েছে ।
ট্রাস্টির সম্পাদক অরূপ কুমার বলেন,’এবছর মন্দিরে আমরা কেউ পাহাড়ায় ছিলাম না৷ কারন শাস্ত্র অনুযায়ী এবারে রাতে যাবতীয় পূজানুষ্ঠান হয়েছে ৷ প্রায় সারারাত সকলকে জাগতে হয়েছে ৷ তাই পুজোর পর সকলে নিজের নিজের ঘরে ঘুমতে চলে যাই । কিন্তু আজ ভোরে মন্দিরে এসে দেখি মন্দিরের সামনের গেটের তালা অক্ষত থাকলেও মন্দিরের পাশের একটা গেটের তালা ভাঙা । তারপর মন্দিরের ভিতরে ঢুকে দেখতি পাই যে দেবদেবীর সমস্ত গহনা চুরি হয়ে গেছে ।’ তিনি দাবি করেছেন আনুমানিক ৭০-৮০ লক্ষ টাকার গহনা চুরি হয়ে গেছে । এদিকে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কেতুগ্রাম থানায় খবর দেওয়া হয় পরিবারের তরফে । খবর পেয়ে তদন্তে আসে পুলিশ । সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।