এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১১ অক্টোবর : তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তথ্য অনুযায়ী, মহীশূর দরভাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে মাল ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাগমতি এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। মহীশূর দারভাঙ্গা এক্সপ্রেস ট্রেনটি বাগমতি এক্সপ্রেস নামে পরিচিত। একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিরুভাল্লুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে মহীশূর থেকে দারভাঙ্গা হয়ে দারভাঙ্গাগামী একটি যাত্রীবাহী ট্রেন তিরুভাল্লুরের কাছে কাভারপেট্টাই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্য ট্রেনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
রেল পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর কাভারপেট্টাইতে একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রেনের সংঘর্ষ হয়। ফলে আহত হয়েছেন বহু মানুষ। এ ঘটনার জেরে ওই স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।
আহতের সংখ্যা এবং দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে রেল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য সামনে আসেনি । তিরুভাল্লুর জেলাশাসক টি প্রভুশঙ্কর জানিয়েছেন, উদ্ধারকাজ পুরোদমে চলছে। রেল ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে।।