এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ জুলাই : বাচ্ছার জন্ম না দিয়েই দুধ দিতে শুরু করেছে ২২ মাসের বাছুর । এক বা দু’লিটার নয়,সারাদিনে রীতিমত চার লিটার করে দুধ দিচ্ছে ‘ময়না’ নামের ওই বাছুরটি । এমনই আজব ঘটনার সন্ধান মিলেছে বাংলাদেশের নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে । বাছুরটির মালিক মালিক হায়দার আলী জানিয়েছেন,চার লিটার দুধের মধ্যে ২ লিটার বিক্রি করছেন । লিটার পিছু দাম নিচ্ছেন ৮০ টাকা । বাকি দু’লিটার বাড়িতে খাচ্ছেন । এদিকে ঘটনার কথা জানাজানি হতেই হায়দারের বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের প্রচুর মানুষ । তাদের মধ্যে কেউ কেউ বাছুরটিকে কেনার আগ্রহ প্রকাশও করছেন । তবে দাম মনঃপূত না হওয়ায় সাধের ‘ময়না’কে বিক্রি করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না হায়দার আলী ও তাঁর স্ত্রী মদিনা খাতুন ।
লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বছর বাহান্নর হায়দার আলী চাষবাসের সঙ্গে গবাদি পশু প্রতিপালন করেন । তিনি জানিয়েছেন, স্ত্রীর ইচ্ছায় মাস ছয়েক আগে তিনি একটি কালো রঙের বকনা বাছুর কিনেছিলেন । তখন তার বয়স বছর দেড়েক হবে । বাছুরটিকে তাঁর স্ত্রীর খুব পছন্দ হয়ে যায় । আদর করে নাম রাখেন ‘ময়না’ । তাঁর স্ত্রী বাছুরটিকে খুবই আদরযত্নেই রাখেন । তিনি বলেন, ‘মাস খানেক আগে আমার স্ত্রী লক্ষ্য করেন বাছুরটির ওলান শক্ত হয়ে রয়েছে । কৌতুহল বশত ওলান টেনে ধরতেই দুধ বেরিয়ে আসে । আমার স্ত্রী আমাকে এসে ঘটনার কথা জানালে প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি । পরে আমি নিজে পরীক্ষা করে দেখি সত্যই গরুর ওলান থেকে দুধ বেরুচ্ছে ।’
জানা গেছে, বাচ্ছার জন্ম না দিয়েও ওই বাছুরটি দুধ দিতে শুরু করায় প্রথম দিকে হায়দার আলিরা সেই দুধ নিজেরা খেতেন না । দুধ সংগ্রহের পর প্রতিবেশীদের মধ্যে বিনামূল্যে বিলিয়ে দিতেন । পরে প্রতিবেশীদের দেখে নিজেরাও খাওয়া শুরু করেন । সেই সঙ্গে বিনামূল্যে দুধ বিতরন বন্ধ করে দেন । বর্তমানে ৮০ টাকা লিটার দরে ওই বাছুরের দুধ বিক্রি করছেন হায়দার আলি ।
রবিবার সকালে হায়দার আলীর বাড়িতে দেখা গেল কালো রঙের একটি গরু উঠনের খুঁটিতে বাঁধা রয়েছে । হায়দারের স্ত্রী মদিনা খাতুন একটি লাল রঙের প্লাস্টিকের বালতিতে গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন । আর সেই দৃশ্য অবাক বিস্ময়ে দেখছে ১৫-২০ জন বিভিন্ন বয়সের মানুষ ।
মদিনা জানান,প্রতিদিন সকালে ও বিকেলে দুধ সংগ্রহ করেন তিনি । দু’বেলা মিলে ৪ লিটার দুধ দিচ্ছে বাছুরটি । এক বেলা দুধ সংগ্রহ না করলে বাছুর গরুটির ওলান ফুলে শক্ত হয়ে যায় বলে তিনি জানিয়েছেন ।
বাচ্ছার জন্ম না দিয়েও গরুর দুধ দেওয়া প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন,‘হরমোনের কারণে এমন ঘটনা ঘটে থাকে । অক্সিটোসিন বা অন্য হরমন যদি বেড়ে যায়, তাহলে বকনা গরু থেকে দুধ আসতে পারে । এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই । এই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত । যে কেউ খেতে পারে।’ পাশাপাশি তিনি বলেন, ‘তবে এই ঘটনা খুব কদাচিৎ শুনতে পাওয়া যায় । আমার চাকরি জীবনে এই প্রথম এই ধরনের ঘটনার কথা শুনলাম ।’।