এইদিন স্পোর্টস নিউজ,১১ অক্টোবর : শক্তিমত্তার মানদণ্ডে ফ্রান্সের সামনে ইসরাইল খুহই দুর্বল দল । দুই দলের ফিফা র্যাঙ্কিং পার্থক্য ৭৭ (ফ্রান্স ২ ও ইসরাইল ৭৯)। এমন ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে খেলানোর ঝুঁকি নিলেন না ফরাসি কোচ দিদিয়ের দেশম। সবচেয়ে বড় কথা, রিয়াল মাদ্রিদ তারকার থাইয়ে ছোটখাট ইনজুরিও আছে।সব হিসাব বিবেচনায় ইসরাইলের ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার দিনে বিশ্রাম পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। হাঙ্গেরিতে দলের সঙ্গে ভ্রমণ পর্যন্ত করতে হয়নি তাকে। জাতীয় দল ব্যতিব্যস্ত থাকলেও এমবাপ্পে সময়টা কাটাতে পেরেছেন নিজের মতো করে।
বুদাপেস্টে ফ্রান্স যখন ইসরাইলের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, সদলবলে এমবাপ্পে তখন ছিলেন সুইজারল্যান্ডের স্টকহোমে। সুইডেনভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টব্লাডেটের বরাতে জানা গেছে, বিখ্যাত রেঁস্তোরা চেজ জোলিতে সময় কাটানোর পর তিনি একটি নাইটক্লাবে যান। দলের বড় তারকা না থাকলেও অরেলিন চুয়ামেনির নেতৃত্বে জিততে কষ্ট হয়নি ফ্রান্সকে। কিলিয়ানের না থাকার ব্যাখ্যাও দিয়েছেন দেশম। তিনি বলেন, ‘এমবাপ্পের প্রতিশ্রুতি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ও ভালো নেই। একটা সমস্যা আছে, তবে সেটা বড় কিছু নয়। পুরেপুরি সেরে উঠতে ওর চিকিৎসা দরকার। ঝুঁকি নিতে চাইনি। এ কারণেই ও নেই।’ ইসরাইল ম্যাচ মিস করা এমবাপ্পে সোমবার (১৪ অক্টোবর) বেলজিয়াম ম্যাচে খেলতে পারবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না।।