প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ জুলাই : নামকরা টায়ার কোম্পানির ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে ব্যবসায়ীর ১৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হল আরও এক প্রতারক । ধৃতের নাম মহম্মদ রাকিবুল মণ্ডল । উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার কামারপুরে তার বাড়ি।
বর্ধমান সাইবার থানার পুলিশ শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।একই প্রতারণার ঘটনায় কয়েকদিন আগেই বর্ধমান সব সাইবার থানার পুলিশ শুভেন্দু কর্মকার নমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয় । শনিবার ধৃতকেই পেশ করা হয় বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে পুলিশ রাকিবুল মণ্ডলকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । ভারপ্রাপ্ত সিজেএম রাকিবুলের ৩ দিন পুলিশি হেফাজত ও শুভেন্দুকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, পেশায় ব্যবসায়ী প্রদীপ পাল মঙ্গলকোট থানার পুরাতন হাট এলাকার বাসিন্দা । নামকরা টায়ার কোম্পানির ডিলারশিপ পাওয়ার জন্য তিনিয়নানাভাবে চেষ্টা করছিলেন। টায়ার কোম্পানির রিলেশনশিপ ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি গত বছর জুলাই মাসে তাঁকে ফোন করেন।প্রদীপ বাবু টায়ারের ডিলারশিপ নিতে
আগ্রহী কিনা তা ওই ব্যক্তি জানতে চান ।
প্রদীপ বাবু সম্মতি দিলে তাঁর কাছে ই-মেলে একটি ফর্ম পাঠানো হয়। ফর্ম পূরণ করে তাঁকে জমা দিতে বলার পাশাপাশি প্রদীপ বাবুকে ১৫ হাজার ৮০০ টাকা পাঠাতে বলা হয়। তিনি সেই টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপর থেকে নানা অছিলায় প্রদীপ বাবুর কাছ থেকে বেশ কয়েক দফায় টাকা চাওয়া হয়। সব মিলিয়ে মোট ১৩ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা প্রদীপ বাবু ব্যাংকের মাধ্যমে প্রতারকের দেওয়া অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু, টায়ার কোম্পানির ডিলারশিপ তিনি পাননি। টাকাও ফেরত পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি বর্ধমান সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে শুভেন্দুকে গ্রেপ্তার করে প্রতারণায় ব্যবহৃত হওয়া একটি মোবাইল ফোন ও ব্যাংকের দু’টি পাশবই বাজেয়াপ্ত করে । শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনায় রাকিবুলের যোগসাজোসের কথা জানতে পেরে তাকেও গ্রেপ্তার করল ।।