এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১১ অক্টোবর : বাংলাদেশের চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর জেএম সেন হলে আয়োজিত শারদীয় দূর্গা উৎসবের মঞ্চে জোর করে ঢুকে ইসলামি গজল গেয়ে হিন্দুদের ইসলামে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানালো কট্টরপন্থী ইসলামি সংগঠন জামাত ইসলামির জঙ্গি ছাত্ররা । তার মধ্যে একটা গান ছিল ‘শুধু মুসলিমদের লাগি আসেনি ইসলাম’৷ সেই সময় উপস্থিত ছিল আর এক জঙ্গি দল বিএনপির চট্টগ্রাম মহানগরের প্রাক্তন আহ্বায়ক শাহাদাত হোসেন এবং আমির শাহাজাহান নামে এক জামাত জঙ্গি । ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দুর্গাপূজার উদ্যোক্তরা । ঘটনার প্রতিবাদে ইসলামি জিহাদিদের জোরপূর্বক ইসলামী গান পরিবেশনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে চট্টগ্রামের জেএম সেন হলে দুর্গাপূজা উৎসবে হাজার হাজার হিন্দু ছাত্র জড়ো হয়। হিন্দু ছাত্ররা “জয় জয় শ্রীরাম” শ্লোগান দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়৷
চট্টগ্রাম কালচারাল একাডেমির একটা অনুষ্ঠানের সঞ্চালক ছিল জিসান তৌহিদ নামে এক জামাত জঙ্গি । তাকেও মাইক্রোন হাতে পূজা মণ্ডপে ইসলামি গজল গাইতে দেখা গিয়েছে। গান যারা গেয়েছে তারা সবাই জামাত ইসলামি সংগঠনের সাথে যুক্ত । শুধু তাইই নয়, “পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী” নামে যে সংগঠনের শিল্পীরা এই গান পরিবেশন করেছিল সেই সংগঠনটি আদপে জামাত শিবিরের একটা শাখা সংগঠন বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চট্টগ্রাম শহরের জেএম সেন হলে শুভেচ্ছা জানাতে আসে । জামাত ইসলামির একজন জঙ্গি নেতাকর্মীও বিনা আমন্ত্রণে সেখানে উপস্থিত হয় । তাদের সঙ্গে থাকা একদল নেতাকর্মী মঞ্চে উঠে আচমা মাইক্রোফোন হাতে নিয়ে হঠাৎ ইসলামী সঙ্গীত গাইতে শুরু করে । হিন্দুদের ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানায় ।
এদিকে চট্টগ্রাম এর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে,নবমী পুজায় সারাদেশের সনাতনী সংগঠন ও সনাতনী সমাজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস । তবে জানা গেছে যে জে এম সেন হলের ঘটনায় কমিটি থেকে এক সদস্য আজীবন বহিষ্কার করা হয়েছে ।।