এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৯ অক্টোবর : সন্ত্রাসী হামলা রুখতে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । এবারে সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর হামলা চালাতে এলে যাতে তাদের ‘অন স্পট’ খতম করা যায় সেই লক্ষ্যে নাগরিকদের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ ইসরায়েলের নাগরিকদের হাতে গত বছর এক লাখ ২০ হাজার অস্ত্র তুলে দেয়া হয়। আরও অস্ত্র দিয়ে তাদের সজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে । ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সন্ত্রাস দমনে খুবই কার্যকরী হবে বলে মনে করছেন ইসরায়েলিরা ৷ কারন সাধারণ মানুষ নিরস্ত্র হওয়ায় সন্ত্রাসীরা খুব সহজেই নাশকতা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । কিন্তু সাধারণ মানুষের কাছে যদি অস্ত্র থাকে তাহলে ঘটনাস্থলেই সন্ত্রাসীদের খতম করা সম্ভব হবে ।
যদিও তেল আবিবের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘের হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সঙ্গে কথা বলতে গিয়ে জেরেমি লরেন্স বলেন, গত বছরের ৭ অক্টোবরের পর সোমবার (৭ অক্টোবর) এই ধরনের বড় পরিসরে গণ-অস্ত্র বিতরণের ঘোষণা আসে। এতে সংঘাত আরও তীব্রতর হবে তবে কেউ প্রতিবাদসূলভ লাল পতাকা দেখায়নি।ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের এমন ঘোষণা শুধুমাত্র এই উদ্বেগগুলোকে বাড়িয়ে তোলে। লরেন্স বলেন, তাদের প্রাথমিক উদ্বেগ হলো আঞ্চলিক সহিংসতা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে না পারে।
তিনি গত ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন,পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে বেসামরিক নাগরিকদের এমনভাবে আগ্নেয়াস্ত্র বিতরণ ‘গুরুতর উদ্বেগ’-এর কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, যে ইসরায়েল অধ্যুষিত অঞ্চলে ইসরায়েলি এবং ফিলিস্তিনি নাগরিকদের মধ্যকার সহিংসতাকে আরও কঠিনতার করে তুলবে। জরিপে বলা হয়েছে, রেকর্ডকৃত সহিংস ঘটনার এক তৃতীয়াংশেরও বেশি আগ্নেয়াস্ত্রজনিত সংঘাত।
লরেন্স জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সেপ্টেম্বরের একটি প্রতিবেদনেও উল্লেখ করেছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের মোট এক হাজার ৩৫০টি হামলা রেকর্ড করা হয়েছে যেখানে ৫৫টি বন্দুক হামলা । কিন্তু ইসরায়েলিদের উপর ফিলস্তিনিদের অগনিত হামলার প্রসঙ্গ তিনি সুপরিকল্পিত ভাবে এড়িয়ে যান । ইসরায়েলের কথা এটা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্সের ভন্ডামি ছাড়া আর কিছুই নয় । তাদের মানসিকতার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ।।