এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৮ অক্টোবর : হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার উদয়নারায়ণপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে তার জন্ম দিনে মদের টোকেন বিলির অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । সোমবার নিজের এক্স হ্যান্ডেলে মদ বিলির একটা টোকেনও শেয়ার করেছেন তিনি । তৃণমূল কংগ্রেস কমিটি পাঞ্চারুল (pancharul)-এর স্ট্যাম্প দেওয়া ওই টোকেনে লেখা আছে “মদ একটি(বাংলা)” ।
প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ লিখেছেন,’ত্রাণ নয়, মদ। বন্যা কবলিত উদয়নারায়ণপুরে কয়েকটি অঞ্চলে ত্রাণের পরিবর্তে দেওয়া হচ্ছে বাংলা মদের কুপন। তাও আবার স্লিপে তৃণমূল কংগ্রেসের পার্টির ছাপ দেওয়া। জানা যাচ্ছে, উদয়নারায়ণপুর বিধানসভার তৃণমূল সভাপতি অমরেশ চোঙদারের জন্মদিন ছিল গতকাল। সেই উপলক্ষ্যেই মদের ব্যবস্থা করা হয়। এটাই এগিয়ে বাংলার ছবি।’ তিনি আরও লিখেছেন,’ট্রাকে কয়লা, বালি পাচার করতেও এভাবেই স্লিপ ব্যবহার করে তৃণমূল সিন্ডিকেট । ১৩ বছরে কোনও কাজ না করে যখন দায়িত্ব পালন করার সময় আসে তখন মানুষের পাশে না দাঁড়িয়ে, তাদের মদ খাইয়ে ভুলিয়ে রাখছে।’
যদিও এই বিষয়ে তৃণমূল নেতার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি । তবে বিষয়টি নিয়্র হইচই পড়ে গেছে রাজ্য রাজনৈতিক মহলে ।।