এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ অক্টোবর : রাজ্য সরকারের বিরুদ্ধে বোনাস নিয়ে ধর্মের ভিত্তিতে বৈষম্য করার অভিযোগ তুললে শনিবার এক্স-এ একটা পোস্ট করেছিলেব রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ যে জেটি এবং ফেরি ঘাটগুলিতে “জলসাথী-এস” হিসাবে কর্মরত মুসলিমদের পরবে যেখানে গত এপ্রিল মাসে ৬,০০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল,সেখানে চলতি দুর্গোৎসবে হিন্দু কর্মীদের বোনাস দেওয়া হয়েছে মাত্র ৩,৬০০ টাকা । বিরোধী দলনেতার এই পোস্টের পরেই টনক নড়ল রাজ্য সরকারে । আজ রবিবার একটা নির্দেশিকা জারি করে দক্ষিণবঙ্গ সাউথ ট্রান্সপোর্ট কর্পোরেশন জানিয়েছে যে দুর্গাপূজার বোনাস ৬,০০০ টাকা করে করা হয়েছে ।
ওই নির্দেশিকার সাথে ব্যাকগ্রাউন্ডে প্রখ্যাত লোকগীতি ‘ঠ্যালায় না পরলে বিড়াল গাছে ওঠে না‘ গান সংযুক্ত করেছেন বিরোধী দলনেতা । সেই সাথে নির্দেশিকার কপির একেবারে উপরে তিনি লিখেছেন, ‘তোমাদের চৈতন্য হোক ৷’ প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’গতকাল আমি মমতা ব্যানার্জির পক্ষপাতদুষ্ট সরকারের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় সরব হয়েছিলাম, যেখানে আমি প্রমান সহ তুলে ধরেছিলাম যে রাজ্য সরকার ‘জলসাথী’ সহ পরিবহন দপ্তরের সিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি’তে কর্মরত সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মীদের সাথে কি ভাবে বোনাস নিয়ে ধর্মের ভিত্তিতে বৈষম্যের রাজনীতি করছে যা কোনো সরকার করতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সরকারের এই অনৈতিক এবং অসাংবিধানিক আচরণের বিরোধীতা করে সকলকে সমপরিমাণ বোনাস দেওয়ার দাবি জানিয়েছিলাম।’ তিনি আরও লেখেন,’২৪ ঘন্টার মধ্যেই সরকার তার ভুল সংশোধন করেছে। আসলে “ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না”, আশা করব এই সরকার আগামী দিনে এই ধরনের ভুল করা থেকে বিরত থাকবে ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী থেকে প্রেরণা সঞ্চয় করবেন।’
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অফিসস থেকে দক্ষিণবঙ্গ সাউথ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেকটরের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, কর্পোরেশনের কর্মচারীদের নিজস্ব চুক্তিভিত্তিক কর্মচারী (মুসলিম কর্মচারী ব্যতীত) যাদের মাসিক মাসিক বেতন ৪২,০০০ টাকার কম এবং সমা, তারা দুর্গাপূজো উপলক্ষে শুধুমাত্র দুর্গা পূজা উৎসব উপলক্ষে ৬,০০০ টাকা করে বোনাস পাবেন । আজ জারি করা ওই নির্দেশিকার কপিটি বিভিন্ন জেলায় কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ।।