এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ অক্টোবর : দেশ ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির দখলে চলে যাওয়ার পর নিদারুন নিপীড়নের শিকার হতে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজনকে । একদিকে দেশে খেলাফত ও শরিয়া শাসন প্রতিষ্ঠার দাবিতে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা । অন্যদিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘হিজবুত তাহির’ হিন্দু ও বৌদ্ধদের অবিলম্বে দেশত্যাগের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠছে ।
জনৈক এক্স ব্যবহারকারী অভ্রনীল হিন্দু ভিডিও সহ টুইট করে এই খবর জানিয়ে লিখেছেন, বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামী রাষ্ট্র এবং অন্যান্য সন্ত্রাসী জিহাদি গোষ্ঠীর পতাকা হাতে খেলাফত ও শরিয়া দাবিতে ব্যানার নিয়ে বিশাল মিছিল বের করে। তাদের অনেকেই ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য পশ্চিমে যাওয়ার পরিকল্পনা করছেন।’ অন্য আর একটা পোস্টে তিনি লিখেছেন,বাংলাদেশের রাজপথে বিক্ষোভ করছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহির। তারা আইএসআইএসের পতাকা দেখিয়ে হিন্দু ও বৌদ্ধদের বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এমনকি তারা কোনো শান্তিপূর্ণ বা ধর্মনিরপেক্ষকে বসবাস করতে দেবে না বলছে ।’
এদিকে শারদোৎসবের আবহে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাগাতার দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর গোটা বিশ্ব জেনে যাচ্ছে । এতে অস্বস্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশকে । সেকারনে মূতি ভাঙার ছবি পোস্ট আটকাতে বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস অঘোষিত ফতোয়া জারি করেছে বলে অভিযোগ উঠছে । বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা জানিয়েছেন, মূর্তি ভাঙচুরের ছবি পোস্ট করলেই কমিউনিটি ভায়োলেশন দেখিয়ে ছবি ডিলিট করে দেওয়া হচ্ছে । এই ঘটনায় ইউনুসের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে ।।