এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৫ অক্টোবর : অক্টোবর (৪ অক্টোবর) সংখ্যালঘু অধিকার আন্দোলন এর ডাকে বাংলাদেশের রাজধানী ঢাকার শহিদ মিনার চত্বরে বিশাল সমাবেশ করল হিন্দুরা । বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয় । লক্ষাধিক সনাতনী জমায়েত হয় ওই সমাবেশে । ঢাকায় সনাতনীদের এমন ঢল এই প্রথম বলে দাবি করা হয়েছে । সংখ্যালঘু অধিকার আন্দোলনের এই প্রতিবাদ ও গনসামবেশে বাংলাদেশের সকল সনাতনী সংগঠনগুলো সংহতি জানায়।
দুপুর ২ টা থেকে মানুষ দলে দলে সমাবেশে যোগদান করার জন্য জড়ো হয়। সময় বাড়ার সাথে সাথে বিশাল জনসভায় রুপ নেয়। সমাবেশে বক্তারা বাংলাদেশে চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানান। এবং এসব নিন্দনীয় হামলার সাথে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন,গত ৫ আগস্ট থেকে আজ অবধি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর সহিংসতা ও হামলা করা হচ্ছে।তাদের দোকানঘর লুট করা হচ্ছে, বাড়ীতে আগুন লাগানো হচ্ছে, প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। আমরা এর বিচার চাই।
তারা আরো বলেন,/আমরা সরকারকে আমাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাই। তারা সকলের সামনে তাাের ৮ দফা দাবি পেষ করেন । তাদের দাবিগুলি হল,সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা । সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা । সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন । হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা । দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন । এবং দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা প্রভৃতি ।।