এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ জুলাই : পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাল মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর গ্রামের মহিলারা । শুক্রবার সকালে মহিলারা আইহো বাসস্ট্যান্ডের কাছে মালদা-নালাগোলা রাজ্যে সড়ক পথ অবরোধ করে রাখেন । হাতে বালতি ও পানীয়জলের সমস্যা সংক্রান্ত কথা তুলে ধরে লেখা পোস্টার নিয়ে তাঁরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ । শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলারা।
স্থানীয় সুত্রে জানা গেছে,বক্সীনগর গ্রামের সিংহভাগ পরিবারের পানীয় জল সরবরাহ একটি সাবমার্সিবল পাম্প থেকে । ওই পাম্পের বিদ্যুতের বিল চাঁদা তুলে মেটান গ্রামবাসীরা । স্থানীয় মহিলারা জানয়েছেন, লক ডাউনের কারনে সমস্ত পরিবারের পুরুষরা কর্মহীন হয়ে বসে আছে । এই পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে । তাই সাবমার্সিবল পাম্পের বিদ্যুতের বিল মেটানো সম্ভব হয়নি । জন্য স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে এবারে পাম্পের বকেয়া বিদ্যুতের বিল পঞ্চায়েত থেকে মিটিয়ে দেওয়া হয় । কিন্তু পঞ্চায়েত তাঁদের সেই অনুরোধ রাখেনি বলে অভিযোগ বক্সীনগর গ্রামের মহিলাদের ।
জানা গেছে,বিদ্যুতের বিল বকেয়া থাকার কারনে দিন দশেক আগে ওই সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায় দপ্তরের লোকজন । টানা কয়েকদিন জলকষ্টে কাটানোর পর এদিন ক্ষিপ্ত মহিলারা আইহো বাসষ্টান্ডের কাছে মালদা- নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষে হবিবপুর থানার পুলিশ এসে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শান্ত হন বিক্ষোভকারী মহিলারা ।।