এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০২ অক্টোবর : উত্তরপ্রদেশের বারাণসীতে হিন্দু মন্দিরে সাই বাবার মূর্তি স্থাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিখ্যাত গণেশ মন্দির সহ এখন পর্যন্ত ১৪টিরও বেশি মন্দির থেকে সাইবাবার মূর্তি অপসারণ করা হয়েছে। সনাতন রক্ষক দলের নেতৃত্বে এই উচ্ছেদ করা হয়েছে । সূত্র জানিয়েছে যে সাই বাবা একজন মুসলিম ব্যক্তি এবং হিন্দু সংগঠনগুলি আরও ২৮ টি মন্দিরে সাই বাবার মূর্তি অপসারণের লক্ষ্য নিয়েছে, দাবি করেছে যে সনাতন ধর্মের সাথে তার কোনও সম্পর্ক নেই।
সনাতন রক্ষক দলের সভাপতি অজয় শর্মা বলেছেন,’আমরা সাই বাবার বিরুদ্ধে নই, তবে আমরা মন্দিরে তাঁর মূর্তি স্থাপন করতে দেব না । সাই বাবার অনুগামীরা তাঁর জন্য একটি মন্দির তৈরি করুন এবং সেখানে পূজা করুন। সনাতন ধর্মে তাঁর মূর্তি স্থাপনের অনুমতি নেই। সনাতন ধর্মের উপাসনালয়ে, শুধুমাত্র পাঁচটি মূর্তি স্থাপন ও পূজা করার অনুমতি দেওয়া হয়। এতে শুধুমাত্র সূর্য, বিষ্ণু, শিব, শক্তি ও গণেশ মূর্তির পূজা অনুমোদিত।’ তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে ভুতেশ্বর ও অগস্তেশ্বর মন্দিরের সাইবাবার মূর্তিগুলো সরানো হবে। সাই বাবা হিন্দুদের পূজনীয় নন। শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেন, প্রাচীন পুরাণে সাই বাবার কোনো উল্লেখ নেই।।