এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ সেপ্টেম্বর : আরজি করের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র(৩১) ধর্ষণ-খুনের ঘটনায় জুনিয়র ডাক্তাররা রবিবার সন্ধ্যায় যাদবপুরে একটা প্রতিবাদ মিছিল করেছিল । আর ওই মিছিলে ওঠে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ শ্লোগান । ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । কিন্তু ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে ‘কাশ্মীরের আজাদি’র কি সম্পর্ক তা কেউ বুঝে উঠতে পারছেন না । আর বামপন্থী পড়ুয়াদের আদলে মিছিলে অংশ নেওয়া তরুনীরা যেভাবে হাততালি দিয়ে ‘আজাদি’র শ্লোগান তুলেছেন তাতে তাদের ‘অতিবাম দলের সঙ্গে যুক্ত বলেই মনে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ।
ভিডিওটি শেয়ার করে তিনি চিকিৎসকদের পরামর্শ দিয়ে লিখেছেন,’তিলোত্তমার বিচার চেয়ে মিছিল, প্রতিবাদ, আন্দোলন থেকে কখন যে দেশ বিরোধী আজাদির স্লোগান উঠবে সেটা ধরতে পারবেন না! এক যাদবপুরে এমনই এক প্রতিবাদ মঞ্চ থেকে উঠল আজাদির স্লোগান। ডাক্তারদের ভাবা উচিৎ তাঁরা এই দেশদ্রোহীদের হাতের পুতুল হয়ে যাচ্ছেন না তো!’ পাশাপাশি তিনি এই আন্দোলনের মধ্য দিয়ে আরজি কান্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন,’খতিয়ে দেখা দরকার কারা এই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে বারবার আজাদি স্লোগান দিয়ে। আমরা একাধিকবার বলেছি আন্দোলনের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাঁরা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাঁচাতে চাইছেন। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি না করে আজাদির স্লোগান দিয়ে আসল ঘটনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন।’
প্রসঙ্গত,রবিবার সন্ধেয় পাড়ায় পাড়ায় মশাল মিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা । আর সেই ডাকে সাড়া দিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, সাগরদত্ত প্রভৃতি সহ মোট ৭ জায়গায় এই মিছিল । কিন্তু বাম ও অতিবামদের আখড়া বলে পরিচিত যাদবপুরের কেপিসির মিছিল সকলের নজর কেড়ে নেয় । এই মিছিলেই ‘কলকাতা মাঙ্গে আজাদি’, ‘আর জি কর মাঙ্গে আজাদি’ এবং ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ শ্লোগান দিতে শোনা যায় কয়েকজন তরুনীকে । তাদের এই প্রকার বিচ্ছিন্নতাবাদী শ্লোগান নিয়ে নিন্দার ঝড় উঠেছে । আজাদির শ্লোগান দেওয়া তরুনীদের অনেকে ‘দেশদ্রোহী’ বলেও ভূষিত করে ‘তিলোত্তমা’র ধর্ষণ খুনের ঘটনার ন্যায়বিচারের নামে নোংরা রাজনীতি না করার পরামর্শ দিয়েছন ।।