এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : ফের বিতর্কে রাজ্যের সিভিক ভলান্টিয়ার । এবারে বাড়িতে ঢুকে আদিবাসী বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঘটনা । শুক্রবার রাতে বছর ত্রিশের নির্যাতিতা বধূর অভিযোগের ভিত্তিতে রহমতুল্লা শেখ নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত আউশগ্রাম থানার নৃপতিগ্রামের বাসিন্দা । ধৃতের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । আজ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় । পাশাপাশি নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা ও আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করানোর জন্য তাকেও বর্ধমানে পাঠানো হয়েছে।
জানা গেছে,পুলিশের কাছে অভিযোগে নির্যাতিতা বধূ জানিয়েছেন, শুক্রবার বাড়িতে তিনি একা ছিলেন । উঠানের একটা তক্তার উপর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় রহমতুল্লা শেখ তাদের বাড়িতে আসে । একা থাকার সুযোগে তার শ্লীলতাহানি করে । নির্যাতিতার আরও অভিযোগ যে বেশ কিছুদিন ধরে তাকে কুনজরে দেখছিল রহমতুল্লা শেখ ।
অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার রহমতুল্লার দাবি, চোলাই মদের কারবার বন্ধ করতে বলায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি করেছে অভিযুক্তের সম্প্রদায়ের লোকজনদের একাংশও । তাদের আবার দাবি যে পারিবারিক ঝামেলা নিয়ে শুক্রবার সকালের দিকে গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল । কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রামে সালিশি সভা বসানো নিষেধ করা হয়েছে । সেকথাই গ্রামবাসীদের বলতে গিয়েছিল রহমতুল্লা । এনিয়ে বচসাও হয় । আর তার জেরেই রহমতুল্লাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তারা ।।