প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুলাই : পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় পথে নেমে প্রতিবাদে সরব হল সারা ভারত কৃষক সভা । সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এদিন কৃষক সভার সদস্যদের কেউ লাল ঝান্ডা কাঁধে নিয়ে আবার কেউ প্ল্যাকার বুকে নিয়ে জেলার রায়না, খণ্ডঘোষ, মেমারি ,ভাতার প্রভৃতি এলাকার বিভিন্ন সষকপথের ধারে দাঁড়িয়ে পড়েন । শ্লোগান ও পথ সভার মাধ্যমে তাঁরা পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান ।
রায়না ও খণ্ডঘোষের কর্মসূচীতে যোগ দিয়েছিলেন কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমল হালদার। এছাড়াও সংগঠনের জেলা নেতা উদয় সরকার,দেশবন্ধু হালদার ,বিনোদ ঘোষ প্রমুখ নেতারা। কৃষক সভার নেতৃত্ব এদিন জানিয়ে দেন,“ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২২ জুলাই থেকে দিল্লিতে সংসদ ভবনের সামনে প্রতিদিন ২০০ জন করে কৃষক অবস্থান-বিক্ষোভ করবেন। সেই প্রতিবাদ বিক্ষোভে পশ্চিমবঙ্গের কৃষকরাও অংশগ্রহন
করবেন ।’
সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার এদিন দাবি করেন,কেন্দ্র এবং রাজ্যে উভয়কেই পেট্রোপণ্যের উপর নির্ধারিত শুল্ক ছাড় দিতে হবে।পাশাপাশি কৃষক স্বার্থে কেন্ধ্রীয় সরকারে লাগু করা তিন-তিনটি কৃষি আইন । অমল বাবু বলেন , তাঁরা মনে করেন পেট্রোল ডিজেলের উপর থেকে যদি শুল্ক বাদ দেওয়া হয় তবেই পট্রোপণ্যের মূল্যে হ্রাস হতে পারে । কিন্তু এই ব্যাপারে কেন্দ্র বা রাজ্য কোন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ।পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারণে চাষের খরচও বেড়ে যাচ্ছে ।অথচ চাষি ফসলের যথাযথ দাম পাচ্ছে না । তার কারণে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। এরই প্রতিবাদে আন্দোলন চলবে বলে অমল হালদার এদিন জানিয়ে দেন ।।