এইদিন ওয়েবডেস্ক,গজলডোবা(শিলিগুড়ি),২৮ সেপ্টেম্বর : পোষ্য গরুকে বাঁচাতে গিয়ে ছেলে ও নাতিসহ এক দম্পতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির গজলডোবার ভোরের আলো থানার টাকিমারি এলাকায় । মৃত দম্পতির নাম পরেশ দাস (৭০) তার স্ত্রী দিপালী দাস (৬০) । তাদের সাথে মৃত্যু হয়েছে দম্পতির ছেলে মিঠুন দাস (৩৫) এবং ১৮ মাস বয়সী নাতি সুব্রত অধিকারীর । শিশুটি পরেশবাবুর মেয়ের ছেলে বলে জানা গেছে । হুকিং করে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাত চলাকালীন পরেশ দাসের পোষ্য গরুর উপর বিদ্যুৎ লাইন থেকে হুকিং করা বৈদ্যুতিক তার পড়ে যায় । তারের আবরন কাটা থাকায় গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় । গোরুটিকে বাঁচাতে যান পরেশ দাস । তিনি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন । তাঁকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন দিপালীদেবী । সেই সময় বোনের ১৮ মাসের ছেলে মিঠুনের কোলে ছিল । বাবা-মাকে বাঁচাতে তিনি ভাগনাকে কোলে নিয়েই ছুটে যান । কিন্তু চারজনেই মারাত্মক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় । এরপর প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।