এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৭ সেপ্টেম্বর : শিক্ষামূলক ভ্রমণে গিয়ে মদ্যপ অবস্থায় এক পড়ুয়ার মাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের কাঠগাছিয়া গ্রামের ঘটনা । ঘটনাকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আজ গ্রামবাসীরা শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ৷ গ্রামবাসীদের তরফে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিডিও, স্কুল ইন্সপেক্টর, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের কাঠগাছিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে সম্প্রতি দীঘা যাওয়া হয়েছিল । সেখান থেকে ফেরার পথে বিদ্যালয়ের এক শিক্ষক একজন পড়ুয়ার মাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । সেই সময় ওই শিক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাস ।
ওই ঘটনার প্রতিবাদে আজ গ্রামবাসীরা স্কুলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রধান শিক্ষক ঘটনায় লজ্জা প্রকাশ করে সহশিক্ষকের কৃতকর্মের জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নেন । অবশেষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা শান্ত হয় ।।