এইদিন ওয়েবডেস্ক,কানপুর(ইউপি),২৭ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের সমর্থক রবিকে ধরে পিটিয়ে দিল ভারতীয় সমর্থকরা । পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশি সমর্থক রবি । কিন্তু তাকে ধরে কার্যত গণধোলাই দেওয়া হয় । পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিতে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে ।
জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এই সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সে । এমন কি সে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে । এতে আহত হন বাংলাদেশি ওই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।
স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। টাইগার রবির পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গিয়ে গলা ফাটান তিনি।।