এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৫ সেপ্টেম্বর : হাওড়া জেলার উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কার্যত উড়ে যায় বাড়িটি ৷ বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর । বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ হয় বলে অভিযোগ । এদিকে এই ঘটনার জন্য রাজ্যে অবৈধ অনুপ্রবেশের ঘটনাকেই দায়ি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । ঘটনার প্রতিক্রিয়ায় দিলীপবাবু আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লিখেছেন,’খাগড়াগড়, পিংলা, বজবজ, এস্প্ল্যানেডের পর এবার হাওড়ার উলুবেড়িয়া। বোমা বিস্ফোরণে জখম তিনজন। জখম হওয়া ব্যক্তিদের নাম শেখ শামসুর ও শেখ হালিম। সমগ্র রাজ্য জুড়ে অবৈধ অনুপ্রবেশ ঘটছে সরকারের মদতে। হাওড়ার বিভিন্ন স্থানে গড়ে উঠছে অবৈধ মাদ্রাসা। আর সেই মাদ্রাসা গুলোতে জঙ্গি তৈরির প্রশিক্ষণ হচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখা দরকার। এর আগেও একাধিকবার নূপুর শর্মা বিতর্ক হোক বা সিএএ বিতর্ক বারবার হিংসার আগুন জ্বালানো হয়েছে হাওড়ায় আর এবার সরাসরি বিস্ফোরণ। সমগ্র পশ্চিমবঙ্গই বারুদের স্তুপের উপর বসে আছে।’ দিলীপবাবু একজন আহতের ভিডিও শেয়ার করেছেন । ভিডিওতে আগুনে ঝলসে আহত ব্যক্তির শরীরের চামড়া উঠে গেছে দেখতে পাওয়া যায় ।
জানা গেছে,তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকার বাসিন্দা পেশায় দর্জি সামসুল আলমের বাড়ির অদূরে তার একটি ছিটেবেড়ার দেওয়াল এবং টালির চালের ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে । অভিযোগ যে ওই ঘরে বসে দীর্ঘদিন ধরে বোমা বাঁধার কাজ চলছিল । মঙ্গলবার বিকেলেও বোমা বাঁধাতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ । বিস্ফোরণের সময় সামসুলসহ বেশ কয়েকজন আহত হয় এবং পুলিশ আসার আগেই তাদের চিকিৎসার জন্য কোনো গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয়দের একাংশ ।।