এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ সেপ্টেম্বর : সীমান্ত লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের চান্দেরহাট ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে সকাল ১১ টার দিকে বিএসএফ সদস্য উপল কুমার দাসকে আটক করা হয়। তিনি জানান, ৩৩৪/৬ নম্বর পিলারের কাছে আন্তর্জাতিক সীমানার জিরো লাইন অতিক্রম করে বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য।
আটকের সময় ওই বিএসএফ সদস্য পোশাক পরিহিত অবস্থায় থাকলেও তার কাছে কোন অস্ত্র ছিল না বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেন। আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবি জানিয়েছে ।।