এইদিন ওয়েবডেস্ক,লেবানন,২৪ সেপ্টেম্বর : ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার বিমান হামলার পর সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে পালাচ্ছে লোকজন। হাজার হাজার মানুষ রাজধানী বৈরুতের দিকে ছুটছে। এদিকে সোমবারের ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৯২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার সকালে উপর্যুপরি বিমান হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ গোষ্ঠীর অন্তত ৩০০ লক্ষ্যবস্তু মিলে ১৬০০টি হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪৯২ জন নিহত এবং ১৬৫৪ জনেরও বেশি আহত হয়েছে। আরও জানানো হয়েছে যে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান।২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ শুরুর পর থেকে এটিই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে মারাত্মক ও রক্তক্ষয়ী হামলা। ইসরায়েলে বলেছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চলবে।
এদিকে দিন-রাত হামলার পর দক্ষিণ লেবাননের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে রাজধানী বৈরুতসহ দেশের অন্যান্য অঞ্চলের দিকে।বাইরে থেকে হাজার হাজার গাড়ি প্রবেশের কারণে বৈরুতের রাস্তায় দেখা দিয়েছে চরম যানজট। শহরের দিকে বাম্পার-টু-বাম্পার গাড়ির অবস্থানে অনেকে অসুস্থ হয়ে পড়ছে ।
প্রত্যক্ষদর্শীদের একজন বলেছেন, ‘আমরা রাজধানী থেকে দক্ষিণের শহর টায়ারের রাস্তায় আছি। টায়ার থেকে বৈরুতে যেতে সাধারণত এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় নেয়। কিন্তু আমরা ১৫ থেকে ১৬ ঘণ্টা রাস্তায় আটকে আছি।’ রাতে বের হয়ে আজ মঙ্গলবার সকালে বৈরুতে পৌঁছেছেন এমন এক ব্যক্তি বলেন, ‘দক্ষিণ লেবানন থেকে আমাদের যাত্রায় ১৭ ঘণ্টা সময় লেগেছে। প্রধান সড়কে অনেক জায়গায় ইসরায়েল বোমাবর্ষণ করছে। তাই আমরা ছোট রাস্তা ব্যবহার করে পালিয়ে এসেছি।’এদিকে বোমা হামলা থেকে পালিয়ে আসা মানুষজনকে রাজধানী বৈরুতের স্কুলগুলোতে আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ।।