এইদিন স্পোর্টস নিউজ,২৪ সেপ্টেম্বর : শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের নিদারুন নিপিড়নের শিকার হচ্ছে সেদেশের হিন্দুরা । একারণে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট ও টি-২০ সিরিজ বাতিলের দাবি উঠছে বেশ কিছুদিন ধরে । কিন্তু বিরোধিতা সত্ত্বেও পূর্ব নির্ধারিত এই সিরিজ যথারীতি চলছে । এবারে কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করে বনধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা ।
কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হতে বাকি আর মাত্র দুইদিন। আর তার মাঝেই বনধের ডাক দেওয়ায় বিপাকে পড়ে গেছে বিসিসিআই । যদিও সম্ভাব্য অশান্তি এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ।
কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করার কারণ আগেই জানিয়েছির হিন্দু মহাসভা। তাদের দাবি, ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর সীমাহীন নিপীড়ন চলছে । এর প্রতিবাদে তারা কিছুতেই কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে দেবে না ।
বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে গতকাল (২৩ সেপ্টেম্বর) কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। এ কারণেই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কানপুরে বাড়তি নিরাপত্তা নিয়ে এসিপি হরিশ্চন্দ্র বলেছেন, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোন কিছুই বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারবো বলে আত্মবিশ্বাসী।’ গোয়ালিয়রের বনধ নিয়ে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে বন্ধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্ধের এই বন্ধের আওতামুক্ত।’
প্রসঙ্গত,ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানের ব্যবধানে। দ্বিতীয় টেস্ট হবে গোয়ালিয়রে, এরপর দিল্লি ও হায়দারাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।।