এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২২ সেপ্টেম্বর : ইরানের দক্ষিণাঞ্চলীয় খোরাসান প্রদেশের তাবাস কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছে । ইরানি মিডিয়া আজ রবিবার জানিয়েছে যে খোরাসান প্রদেশের কর্তৃপক্ষ এই প্রদেশে আগামী তিন দিনের জন্য জাতীয় ‘ভয়ের অবস্থা’ ঘোষণা করেছে। খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় তাবাস কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে।
এখন পর্যন্ত দক্ষিণ খোরাসান প্রদেশের কর্মকর্তারা ৫১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংখ্যা বাড়তে পারে। ইরানি কর্তৃপক্ষ ঘটনার কারণ দেখিয়েছে কয়লা টানেলে মিথেন গ্যাসের উৎপাদন, যা রাসায়নিক বিস্ফোরণ ঘটায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা ইরানের প্রেসিডেন্ট মাসুদ আল-বাদজিকিয়ান এই ঘটনায় গুরুতর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।।