এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ সেপ্টেম্বর : ইসলামি মৌলবাদী দলগুলির হাতে রাষ্ট্রের ক্ষমতা চলে যাওয়ার পর থেকে নিদারুন নিপিড়নের শিকার হচ্ছে বাংলাদেশ হিন্দুরা । খুন, অল্প বয়সী হিন্দু মেয়েদের অপহরণ-ধর্ষণ-গনধর্ষণ-জোর করে ধর্মান্তরিত ও নিকাহ করতে বাধ্য করা থেকে শুরু করে ঘরবাড়ি -দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে । এবারে দুর্গাপূজা করতে গেলে ৫ লক্ষ টাকা করে চাঁদা দেওয়ার ফতোয়া জারি করা হয়েছে । এমনকি চাঁদা না দিলে বাংলাদেশের দুর্গাপূজা কমিটির সদস্যদের ও তাদের পরিবারের লোকজনদের ‘কেটে কচুকাটা করা’র হমকি পর্যন্ত দেওয়া হয়েছে ৷ পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত উচ্চ পদস্থ আধিকারিকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনাও প্রকাশ্যে আসছে ।
জানা গেছে,বাংলাদেশের খুলনা জেলার দাকোপের প্রতিটি মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে । হাতে লেখা কার্বন পেপারে নকল করা ওই সমস্ত চিঠিগুলি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । প্রতি চিঠিতেই একই বয়ান লেখা হয়েছে,’শোন, এবারে ২০২৪ সালে দুর্গা পুজা করতে হলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে পাঁচ লক্ষ টাকা । তা না হলে তোরা কোনো রকমেই পূজো করতে পারবি না । হানিফ এর অবস্থা যেমম করেছি তোদের পরিণতিও তেমন হবে । সমস্ত টাকা এক সপ্তাহের মধ্যেই প্রস্তুত রাখবি। তোদের কালিনগর বাজারে যেখানে দিতে বলবো সেখানে দিয়ে যাবি। পরে জানাবো সেটা। এসব কথা যদি প্রশাসন মহল, সাংবাদিক বা ভিন্ন কাউকে জানাস তবে তোদের কচুকাটা করবো কথাটা মনে রাখিস। তোদের পরিবারও রেহাই পাবেনা । ভোদের পাশের সকল মন্দিরকেও গোপনে বলবি সব মন্দিরের নাম আমরা জানিনা। প্রশাসন সেনাবাহিনী সব আমাদের কেনা। চালাকি করে কোন লাভ হবেনা টাকা কিন্তু দিতেই হবে। আল্লাহর কসম টাকা না পেলে তোদের কেটে টুকরো টুকরো করবো। তোরা আমাদের নজরে আছিস।’
অন্যদিকে বাংলাদেশের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এ কর্মরত দেবদাস ভট্টাচার্য্যকে জোর করে পদত্যাগ করানো হয়েছে । আজ রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন মোহাম্মদ স্বাক্ষরিত নির্দেশিকায় লেখা হয়েছে,’বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম-সেবা, বিপি-৬৮৯৫০২৭৮৩৩, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, রেলওয়ে পুলিশ, ঢাকা-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো । ২) তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
৩)জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত,গত ৫ সেপ্টেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর মূলত হিন্দু শিক্ষক শিক্ষিকাদের নিশানা করা হচ্ছিল । এবারে পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিশানা করতে শুরু করেছে জঙ্গি গোষ্ঠী জামাত ইসলামি ও বিএনপি । যা সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয় ।।