এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২২ সেপ্টেম্বর : ফের রেল লাইনে গ্যাস সিলিন্ডার রেখে বড়সড় দুর্ঘটনা ঘটানোর ছক কষেছিল স্বদেশীয় সন্ত্রাসীরা । আজ রবিবার উত্তরপ্রদেশের কানপুর জেলার পেরাম্বুর স্টেশনের কাছে রেললাইনের উপর একটা গ্যাস সিলিন্ডার ফেলে রাখা হয়েছিল । কানপুর থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া একটা পণ্যবাহী ট্রেন প্রেমপুর স্টেশনের কাছাকাছি এলে ওই গ্যাস সিলিন্ডার নজরে পড়ে চালকের । জরুরি ব্রেক প্রয়োগ করে তিনি ট্রেন থামিয়ে দেন । ঘটনাস্থলে এসে পৌঁছায় আরপিএফ এবং রেলের শীর্ষকর্তারা। যদিও ৫ লিটারের ওই সিলিন্ডার পরীক্ষা করে দেখা যায় সেটি খালি । কে বা কারা এবং কি উদ্দেশ্যে রেল লাইনের উপর ওই খালি গ্যাস সিলিন্ডার রেখেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ ও পুলিশ।
প্রসঙ্গত,সাম্প্রতিক কিছু সময় ধরে বড়সড় রেল দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বদেশীয় সন্ত্রাসীরা৷ কোথাও রেল লাইনের উপর গ্যাস সিলিন্ডার,লোহার রড বা পাথর রাখা হচ্ছে । কোথাও খুলে দেওয়া হচ্ছে রেল লাইনের ফিসপ্লেট । যদিও চালক ও আরপিএফ-এর তৎপরতায় এখনো পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । সেপ্টেম্বরের শুরুতেই প্রয়াগরাজে রেললাইনের উপর বড় গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল । সেই সময়ই প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাওয়া কালিন্দি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে সিলিন্ডারটির। ফলে সিলিন্ডারটি ৫০ মিটার দূরে ছিটকে পড়ে। যদিও আপৎকালীন ব্রেক কষে সেবারেও ট্রেন থামিয়ে দেন চালক। তবে ওই রেললাইনে সিলিন্ডারের পাশাপাশি দেশলাই, পেট্রল সহ ব্যাগের ভেতর গুঁড়ো বিস্ফোরক পাওয়া গিয়েছিল। এর আগে গত ২৩ আগস্ট রাজস্থানের পালি জেলায় আমদাবাদ-যোধপুর বন্দে ভারত ট্রেনের সামনে সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়েছিল। এমনকি ওই দিনই আবার কাঠের গুঁড়ি ফেলে ফারুকাবাদ এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। গোয়েন্দাদের ধারণা, এই ঘটনারগুলির পেছনে সন্ত্রাসীরা নাশকতার ছক কষছে ।।