এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২২ সেপ্টেম্বর : গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানের ফলে হামলায় হামাস সন্ত্রাসীসহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার(২০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটেছে।সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজার উত্তরাঞ্চলে একটি বাড়ি ও একটি গাড়িতে জোড়া হামলায় দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি দাবি করেছেন, গাজা সিটিতে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। শহর জুড়ে বাড়িঘরে এবং জনসমাবেশে ছয়টি বিমান হামলায় তিন শিশু এবং দুই নারীসহ ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া মধ্য গাজা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ও একটি ভবনে দুটি হামলায় ১০ জন নিহত হয়েছে। এদিকে গাজার সর্বদক্ষিণে অবস্থিত রাফাতে একটি বাড়িতে হামলায় শিশু এবং নারীসহ ১৩ জন নিহত হয়েছে দাবি করেছে সন্ত্রাসী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক । এছাড়া পৃথক আরেকটি হামলায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ১১ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৪১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে। যাদের সিংহভাগই সন্ত্রাসী গোষ্ঠী হামাসের জঙ্গি ।।