এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে । আজ শুক্রবার স্কুলের প্যরেড শেষে ক্লাস শুরু হতেই একের পর এক ছাত্রীর পেটে ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয় । তড়িঘড়ি ছাত্রীদের ভাতার হাসপাতালে আনা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২ জনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে । অবিভাবকদের দাবি যে স্কুলের পানীয় জল থেকে এই সমস্যা হয়েছে ।
যদিও এই দাবি নাকচ করে দিয়েছেন স্কুলের শিক্ষক ফাল্গুনী মণ্ডল৷ তিনি বলেন, ‘স্কুলের পানীয় জল আমরাও পান করেছি । এমনকি ছাত্ররাও একই জল পান করেছিল । অথচ কারোর কিছু সমস্যা হয়নি । কেবল মাত্র ওই ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে ।’ এই পরিস্থিতিতে ওই ১২ জন ছাত্রীর অসুস্থতার কারণ নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে।
বামশোর গ্রামের মাঝামাঝি জায়গায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়টি । ফাল্গুনীবাবু জানান,সকাল ১১ টা নাগাদ প্যরেড শেষে সকল পড়ুয়ারা নিজের নিজের ক্লাসে চলে যায় । এর কিছুক্ষণ পরেই দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে । ডিহাইড্রেশনের কথা ভেবে সঙ্গে সঙ্গে ওআরএস আনিয়ে ওই দুজনকে পান করানো । তরপরেই একে একে আরও ১০ জন ছাত্রী এসে জানায় যে তাদের পেটে ব্যাথা হচ্ছে । একথা শোনার পর টোটো আনিয়ে সকলকে হাসপাতালে আনা হয় । জানা গেছে, দু’জন ছাত্রীর পেটে ব্যাথার সাথে বমির উপসর্গ দেখা দেওয়ায় তাদের ভর্তি করে নেওয়া হয়েছে ভাতার হাসপাতালে ।।