এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ সেপ্টেম্বর : ছাত্র আন্দোলনের আড়ালে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি গত ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে৷ এরপর প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা । তখন থেকেই তিনি কঠোর নিরাপত্তায় ভারতের আশ্রয়েই রয়েছেন । কিন্তু ভারতে বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ। ফলে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে তিনি ‘উদ্বাস্তু’ হিসেবে অবস্থান করবেন। কূটনৈতিক লাল পাসপোর্ট বহন করে নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ায় ৪৫ দিন ভারতে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সেই পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ৪৫ দিন পর তার ভারতে অবস্থানের আর কোনো বৈধ অনুমোদন থাকছে না।
এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে গেলেও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গণহত্যা, গুমসহ একাধিক অভিযোগ তুলে তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছেন বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি । হাসিনার বিরুদ্ধে এরইমধ্যে ১৮০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।
এসব মামলার আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করার দাবি জানায়নি ।
দুই দেশের মধ্যে বর্তমানে যে চুক্তি অনুযায়ী, ঢাকা হাসিনাকে হস্তান্তরের আবেদন জানালে কিছুটা বিপাকে পড়তে পারে দিল্লি । চুক্তিটি শেখ হাসিনা নিজেই করেছিলেন ২০১৩ সালে, এতে সংশোধনী আনা হয় ২০১৬ সালে।
এদিকে,জি নিউজ বিদেশ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তাকে বরং তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে তাকে ।।