এইদিন ওয়েবডেস্ক,মালি,২০ সেপ্টেম্বর : কুখ্যাত ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা-সম্পর্কিত সন্ত্রাসীদের হামলায় মালির একটি বিশেষ বাহিনী কেন্দ্র এবং একটি বিমানবন্দরে প্রায় ৭০ জন নিহত হয়েছে।রয়টার্স বৃহস্পতিবার, নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে এই হামলাগুলি তিন দিন আগে মালির রাজধানী বাকুতে হয়েছিল। প্রতিবেদনে নাম উল্লেখ না করা একটি সূত্র জানিয়েছে, এসব হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। মালি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) হামলার দায় স্বীকার করেছে। আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিদের এই হামলাগুলো মালির সামরিক সরকারের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে যে দেশ থেকে আমেরিকান ও ফরাসি সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই দুই দেশের সেনা প্রত্যাহারের পর আর্থিক নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সম্প্রতি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি আরও সক্রিয় হয়ে উঠেছে ।।