এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৯ সেপ্টেম্বর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের ভেতরে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে খুন করেছে কট্টর ইসলামি ছাত্ররা । নিহত হতভাগ্য যুবকের নাম তোফাজ্জল । পিটিয়ে মারার আগে তাকে ভাত খেতে দেওয়া হয় । খাওয়া শেষ হলে তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে জামাত ও বিএনপির ছাত্র সংগঠনের জঙ্গিরা । ‘এ টিম অ্যাক্টিভিস্ট’ নামে একটা এক্স হ্যান্ডেলে মারধরের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে,তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছে, শিবিরের স্লিপার সেলের সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা ও জল বিভাগের সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ জামান এবং INFS বিভাগের মোত্তাকিন সাকিন।’ এদিকে নিহত আওয়ামী লীগ নেতাকে ‘পাগল’ প্রমান করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বর্তমান শাসক ও বিশ্ববিদ্যালয়ের জঙ্গি দলগুলি ।
https://twitter.com/A_Team_1971/status/1836726364868894878?t=vQnS94G9v1jjoHX1ULmheg&s=19
জানা গেছে,বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গিয়েছিলেন তোফাজ্জল । সেই সময় জামাত ইসলামি ও বিএনপির ছাত্র সংগঠনের জঙ্গিরা তাকে ঘিরে ধরে । জঙ্গিরা তোফাজ্জলকে ভাত খেতে দেয় । খাওয়া শেষ হলে লোহার রড দিয়ে নৃশংসভাবে তাকে পেটানো শুরু হয় ।
রাত ১০টা থেকে শুরু করে প্রায় দুই ঘণ্টা ধরে বর্বরোচিতভাবে তোফাজ্জলকে মারধর করা হয় । শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়েন ওই হতভাগ্য যুবক । পরে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের বাসিন্দা এবং তিনি ছিলেন অনাথ ছিলেন । শেখ হাসিনার সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের ছাত্রনেতা ছিলেন । অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি । আর আওয়ামী লীগের সঙ্গে যোগ থাকার অপরাধে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ।
বাংলাদেশের সংবাদপত্র কালবেলা জানিয়েছে যে তোফাজ্জলকে হত্যার আগে তার কাছ থেকে ২ লাখ টাকা দাবি করা হয় ৷ তিনি টাকা দিতে অস্বীকার করলে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় তাকে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ বলেন,’এই ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’ এদিকে ঘটনাটি লঘু করে দেখানোর জন্য নিহতকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলি ।।