এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ সেপ্টেম্বর : প্রকাশ্য দিবালোকে গ্রামের ভিতরে একটা রাস্তায় বেগুনি রঙের শালোয়ার কামিজ ও ওড়না দিয়ে মাথা ঢাকা এক মহিলাকে ঘিরে ধরেছে কয়েকজন লুঙ্গি পরা পুরুষ । তাদের হাতে রয়েছে বাঁশের খন্ড । সেই বাঁশ দিয়ে ওই মহিলাকে তারা নির্মমভাবে পেটাতে শুরু করে । তারই মাঝে অন্য এক পুরুষ ও মহিল আক্রান্ত মহিলাকে বাঁচাতে ছুটে আসে । তাদেরও বেদম পেটনো হয় । এদিকে নৃশংসভাবে মারধরের পর রাস্তাতেই লুটিয়ে পড়েন বেগুনি রঙের শালোয়ার কামিজ পরা মহিলা । ওই অবস্থাতেই নির্মমভাবে পেটানো হয় তাকে । শেষ পর্যন্ত মহিলা অচৈতন্য হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় । ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই বর্বরোচিত ঘটনার প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘না না ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের। এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে গতকাল মালদা জেলার মোথাবাড়িতে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায়। পারিবারিক গণ্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেনো, আমাদের রাজ্যে একজন মহিলাকে প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ওপর কয়েকজন পুরুষ মানুষ বাঁশ পেটা করার সাহস পেলো কি করে?’ তিনি আরও লিখেছেন,’কোথায় নারী নিরাপত্তা? সুপ্রীম কোর্টের শুনানির সময় রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে তো মনে হয় যে রাজ্য সরকার নারী সুরক্ষার জন্য প্রাণপাত করে দিচ্ছে একেবারে ! এই তার নমুনা? আর একটা বিষয় হলো, এক শ্রেণীর ভোটারদের তুষ্ট করতে তোলামূল সরকার প্রশাসনের হাত পা বেঁধে রেখেছে, তাই তালিবানপন্থীদের রমরমা দিনকে দিন বাড়ছে। কিন্ত এটাও যে নারী সুরক্ষার পরিপন্থী তা সরকার জেনে বুঝেও চোখ বন্ধ করে রয়েছে ।’
জানা গেছে,ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার চাঁনপুর গ্রামে । আক্রান্ত মহিলার নাম প্যারী বিবি । একটি বসত ভিটার দখল ঘিরে প্যারী বিবি ও তার প্রতিবেশী তাজামুল শেখদের বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে৷ অভিযোগ যে তাজামুল শেখ সহ বেশ কয়েকজন মিলে প্যারী বিবিদের ওই ভিটা জোর করে দখল করে নিতে চাইছে । এনিয়ে দিন দুয়েক আগে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্যারী বিবির স্বামী বাবুল শেখ । মঙ্গলবার ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । আর এতে চরম ক্ষিপ্ত হয়ে তাজামুল শেখসহ ৬-৭ জন মিলে প্যারী বিবির উপর হামলা চালিয়ে দেয় । মহিলা তো গুরুতর আহত তো হয়েছেনই, তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মহিলার স্বামী বাবুল শেখ ও তাঁদের ষোলো বছরের এক মেয়ে ।।