এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি বাসভবন-৩০ বি, কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রীট এলাকায় । মুখ্যমন্ত্রীর বাসস্থান হওয়ার কারনে এলাকায় সারা বছর থাকে কঠোর নিরাপত্তা । আর এই নিরাপত্তার ‘ঠ্যালায়’ কার্যত নাজেহাল অবস্থা মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের ৷ এতদিন এই ‘অত্যাচার’ সকলে মুখ বুজে সহ্য করলেও এখন তারা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন । কেউ কেউ অভিযোগ করছেন যে নিজের বাড়িতে ঢুকতে গেলেও পুলিশের জেরার মুখে পড়তে হয় তাদের । এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না,ফলে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করতে চুড়ান্ত হয়রানির শিকার হতে হয় তাদের । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন,’হিরকরাণীর রাজত্বে গোটা রাজ্য নরক যন্ত্রণায় কাতরাচ্ছে’ ।
হরিশ চ্যাটার্জি স্ট্রীটের বাসিন্দাদের বক্তব্যের একটা ভিডিও এক্স-এ শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করেন । নিজেকে সঙ্গীত শিল্পি বলে পরিচয় দেওয়া একজন ব্যক্তিকে বলতে শোনা যায়,’সাম্প্রতিক ঘটনার পর কার্যত নরক করে দিয়েছে । গাড়ি নিয়ে গেলে সাপের মত এঁকে বেঁকে যেতে হয় । বুলেট বাইক চলবে না, তাতে নাকি ওনার(মুখ্যমন্ত্রী) ঘুমের ব্যাঘাত হয় । তার উপর নানা রকম ফ্যাচাং । নিত্য নতুন একটা করে গার্ড দেবে, তারা স্থানীয় লোকেদের চেনে না সেই কারণে প্রায় দিনই ঝামেলা করে ।’ তিনি বলেন, আমরা এই সমস্যার সমাধান চাই । দেখুন ব্রীজের উপর কেমন ঘিরে রেখে দিয়েছে । একবার টেট পরীক্ষার্থীরা গঙ্গা পেরিয়ে ঢুকে পড়ার কারণে পুরো এলাকায় কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছে…ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলিতেও পুলিশ । আমরা ঢুকলেই বলে,’দাদা কোথায় যাবেন’ ? বলুন, যেখানে আমাদের জন্ম সেখানে আমাদের বাড়ি ঢুকতে এত কৈফিয়ত দিতে হচ্ছে । নিজের বাড়িতে ঢোকার সময় যদি পুলিশ জিজ্ঞেস করেন দাদা আপনি কোথায় যাবেন, তাহলে কি আপনার মাথা ঠিক থাকবে ?’ তিনি জানান এই কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বসবাসকারী প্রত্যেকটি মানুষ বিরক্ত ।
একজন মহিলা উত্তেজিত হয়ে বলেন,’এটা আমাদের জায়গা। থাকার জন্য আমরা ট্যাক্স দিই । এটা আপনার(মমতা ব্যানার্জি)থাকার জায়গা নয় । আপনি অন্য কোথাও গিয়ে থাকুন । এটা রেসিডেন্সিয়াল এরিয়া…আমরা সাধারণ মানুষ…তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয়। কেন প্রতিমুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে ? এর দায় কার ?’ তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকেন বলে গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে স্থানীয় বাসিন্দাদের চরম সমস্যার মুখে পড়তে হয় ।
একজন যুবক বলেন,’নিরাপত্তার কড়াকড়ি কারণে গোটা এলাকার মানুষ সমস্যায় ভুগছে । একটা ওলা উবের এই স্ট্রিটে ঢুকতে পারেনা । ফলে রোগী নিয়ে যেতে গেলে চরম সমস্যায় পড়তে হয়৷ পুলিশ বলে যে কেউ অসুস্থ হলে তাদের জানাতে । কিন্তু এটা কি সম্ভব?’একজন মধ্যবয়স্ক ব্যক্তি বলেন, যখন তখন রাস্তা বন্ধ করে দেয়া হয় । বলে মিটিং হচ্ছে ।’
শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া লিখেছেন,’হিরক রাণীর রাজত্বে যখন গোটা রাজ্য নরক যন্ত্রণায় কাতরাচ্ছে তখন ওনার বাসস্থান হরিশ চ্যাটার্জি রোডের প্রতিবেশীরা দীর্ঘদিনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন । বংশানুক্রমে ওখানে বসবাসকারী অধিবাসীগণ অতিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে পুলিশি বাড়বাড়ন্ত নিয়ে। এই যে সকল সহনাগরিকগণ ক্যামেরার সামনে সরাসরি এই অভিযোগ করছেন তাদের কি উত্তর দেবেন মাননীয়া?’