এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ সেপ্টেম্বর : দু’দফা বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ সোমবার বিকেলে ফের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ‘তিলোত্তমা’র ধর্ষণ হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলকারী জুনিয়র চিকিৎসকরা । তবে বাকি দুটি দফার বৈঠক যে কারনে ভেস্তে গিয়েছিল,এবারেও লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের দাবি নাকচ করে দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ । আন্দোলনকারীরা পালটা দাবি তোলেন যে তাদের সঙ্গে অন্তত স্টেনোগ্রাফার রাখার অনুমতি দেওয়া হোক । কিন্তু রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনো স্পষ্টিকরণ পাওয়া যায়নি । তা সত্ত্বেও বিকেল ৫.৪৮ নাগাদ স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়েই স্বাস্থ্যভবন থেকে আন্দোলনকারীদের বাস মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় । তার আগে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছেন যে কোনও আপোস হবে না ।
আরজি করের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ন্যায়বিচারের পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন জুনিয়ার ডাক্তাররা ৷ জুনিয়ার ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটি হল, আরজি করের ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তাছাড়া তথ্য ও প্রমাণ লোপাট যারা করেছে তাদের কঠোর সাজা হোক। তিন নম্বর দাবি, কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। চতুর্থ ও পঞ্চম দাবি, সব মেডিকেল কলেজ ও হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সর্বোপরি হাসপাতাল ও মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত কায়েম করতে হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে আলোচনার বসার প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু গত ১২ সেপ্টেম্বর প্রথমবার নবান্নে বৈঠকে যোগ দিতে গিয়েও ‘লাইভ স্ট্রিমিং’য়ের দাবিতে অনড় পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না করেই ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা । দ্বিতীয় দফায়,১৪ সেপ্টেম্বর আবারও কালীঘাটে বৈঠক ডাকা হয়। কিন্তু ফের ‘লাইভ স্ট্রিমিং’ নিয়ে জটিলতায় সেই বৈঠকও ভেস্তে যায় । মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য আন্দোলনকারীদের কার্যত ‘ঘার ধাক্কা’ দিয়ে বের করে দেন বলে অভিযোগ ।
আজ ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়ে আন্দোলনকারীদের ইমেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ । পাশাপাশি মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এটা শেষ প্রস্তাব । এখন দেখার বিষয় কি ফলাফল বের হয় এই বৈঠকে ।।