এইদিন ওয়েবডেস্ক,চিক্কামাগালুরু(কর্ণাটক),১৫ সেপ্টেম্বর : সোমবার অনুষ্ঠিত হতে চলা ঈদ মিলাদ উৎসবের পটভূমিতে কর্ণাটকের মুসলিম সম্প্রদায়ের যুবকদের ফিলিস্তিনের পতাকা ধরে বাইকে চড়ে চক্কর দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে । চিক্কামাগালুরু শহরের কাদুর-চিক্কামাগালুরু জাতীয় মহাসড়ক সহ বিভিন্ন প্রধান সড়কে ফিলিস্তিনি পতাকা বহনকারী একটি বাইকে দু’জন দুর্বৃত্তকে দেখা গেছে । হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা সিটি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ফিলিস্তিনি পতাকা নিয়ে শহর প্রদক্ষিণকারী যুবকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়াও হিন্দু সংগঠনের কর্মীরা ওই মুসলিম যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিক্কামাগালুরু সিটি থানার সামনে বিক্ষোভ করেছে। ফিলিস্তিনি পতাকা উত্তোলনকারী দুর্বৃত্তদের গ্রেফতার না করা হলে প্রতিবাদ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন হিন্দু কর্মীরা।
কর্ণাটক পোর্টফোলিও এক্স-এ ভিডিওটি পোস্ট করে লিখেছে, চিক্কামাগালুরু কর্ণাটকের রাস্তায় ফিলিস্তিনি পতাকা বহন করছে বাইক-বাহিত দুষ্কৃতীরা। কাদুর -চিক্কামাগালুরু জাতীয় সড়ক সহ বিভিন্ন প্রধান সড়কে ফিলিস্তিনের পতাকা বহনকারী একটি বাইকে দুই ব্যক্তিকে ভ্রমণ করতে দেখা গেছে। হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা সিটি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পতাকা নিয়ে শহর প্রদক্ষিণকারী যুবকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে কর্ণাটকে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এই প্রথম নয়। কংগ্রেস সরকার আসার পর প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ।।