এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ সেপ্টেম্বর : আফগানিস্তানের দাইকুন্দি এবং ঘোর প্রদেশের মধ্যে সীমান্তে কারিউদাল/ক্যারিওডালে শিয়া মুসলমানদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত সুন্নি সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খুরাসান (আইএসকে) । বৃহস্পতিবার ঘোর ও দাইকুন্ডি সীমান্তবর্তী ‘গারিউডাল’ কোটেল এলাকায় এই হামলার ঘটনা ঘটে । হামলায় ১৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ৫ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে । দাইকান্দির বেশ কয়েকজন বাসিন্দা কারবালার তীর্থযাত্রীদের স্বাগত জানাতে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে । হামলার দায় স্বীকার করেছে আইএসকে
দাইকুন্দির বাসিন্দাদের ওপর দায়েশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কির বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে যে আফগানিস্তানের দায়কুন্দিতে হাজারা জনগণের উপর হামলার নিন্দা জানায় আঙ্কারা ।তুরস্কের বিদেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই হামলায় নিহতদের প্রতি ঈশ্বরের করুণা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আমাদের আফগান ভাইদের প্রতি সমবেদনা জানাই ।’
এর আগে যুক্তরাষ্ট্র, জাপান, ইউনামা এবং হিউম্যান রাইটস ওয়াচও এই হামলার নিন্দা জানিয়েছে। তবে তালিবান আসার পর আফগানিস্তানে শিয়া হাজারা মুসলিমদের উপর সুন্নি সন্ত্রাসীদের হামলার ঘটনা এই প্রথম নয় । হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাসী হামলায় ৭০০ এরও বেশি শিয়া নিহত হয়েছে।এদিকে দেশটির বাসিন্দারা বলছেন, তালিবানরা নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে ।।