এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ সেপ্টেম্বর : অবশেষে আরজি করের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিবিআই । ওই দু’জনের মধ্যে প্রথমজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগে থেকেই দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল । এবারে তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করা হল । আর দ্বিতীয় গ্রেফতার হল থানার ওসি অভিজিৎ মণ্ডল । অভিজিতের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট এবং আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করতে দেরি করার অভিযোগ উঠেছে । এর আগে অভিজিতের ‘স্নেহধন্য’ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ । এই নিয়ে আরজি করে ধর্ষণ-খুন মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল । আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে একসঙ্গে জোড়া গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল ।।